সাকিব আছেন প্রথম থেকেই, রংপুরের অধিনায়ক সোহান
চাপ থেকে চোখের সমস্যা, সাকিব আল হাসান বেশ কিছু দিন ধরেই ভুগছেন এই সমস্যায়। বিপিএলের ঠিক আগে সেই সমস্যা ফিরে ফিরে এল আবার। যে কারণে রংপুর রাইডার্স তারকা সাকিব আল হাসানকে শুরু থেকে পাবে কি না তার দল, তা নিয়ে সৃষ্টি হয়েছিল শঙ্কা।
তবে সে শঙ্কার মেঘ কেটে গেছে। সাকিব আল হাসানকে শুরু থেকেই পাওয়া যাবে, জানাচ্ছে রংপুর রাইডার্স। দলটির প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক নিশ্চিত করেছেন বিষয়টি। তবে তিনি এটাও জানিয়েছেন, সাকিবকে অধিনায়ক হিসেবে পাচ্ছে না দলটি। অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে ঘোষণা করেছে দলটি।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানান রংপুরের সিইও। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে তো আমরা (অধিনায়ক হিসেবে) সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। তবে সাকিবই যে আমাদের বলেছে, ও অধিনায়কত্বের চাপ নিতে চায় না। তাই আমরা নুরুল হাসান সোহানকে এবার অধিনায়ক হিসেবে ঘোষণা করেছি।’
সাকিবের চোখের সমস্যা মূলত শুরু হয়েছে চাপ থেকে। বিশ্বকাপের সময় সব ধরনের চাপের কারণে চোখে তরল জমে দৃষ্টি ঝাপসা হয়ে আসার সমস্যায় পড়েছিলেন তিনি। বিশ্বকাপ শেষে এই সমস্যা কমে আসে। তবে বিপিএলের অনুশীলন শুরু হতেই সমস্যাটা আবার ফিরে আসে তার। যে কারণে সাকিবকে যেতে হয় লন্ডনে।
চোখের চিকিৎসা করিয়ে তিনি প্রথম ম্যাচের আগেই ফিরবেন। তবে অধিনায়কত্ব করবেন না আর। মূলত চাপের কারণে চোখের সমস্যায় পড়েছেন। অধিনায়কত্ব করার অর্থ তো বাড়তি চাপটাই নিজের কাছে ডেকে আনা! সে কারণে রংপুরের অধিনায়কত্ব নেননি সাকিব। অধিনায়ক হচ্ছেন নুরুল হাসান সোহান।