ভারত ম্যাচেও দলের সঙ্গে থাকছেন কাবরেরা!
চুক্তির মেয়াদ শেষ হলেও বাংলাদেশ দলের সঙ্গে থেকে যাচ্ছেন হাভিয়ের কাবরেরা। মার্চে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু।
গত বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। ক্রিসমাস ছুটির সময় বাংলাদেশ ছেড়েও চলে গিয়েছিলেন তিনি।
এ অবস্থায় এই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে নাকি নতুন কোচ খুঁজবে বাফুফে? এমন প্রশ্নের জবাবে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কাবরেরা ভারত বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন। বাফুফে এবং ক্যাবরেরার মূল ফোকাস হবে ভারত ম্যাচ এবং কিভাবে আমরা সেই ম্যাচ জিততে পারি।’
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশ দলে খেলা নিশ্চিত হওয়া হামজা চৌধুরীকে নিয়েও কথা বলেন তিনি। আমিরুল ইসলাম বাবু বলেন, ‘যখনই ক্যাবরেরা ক্যাম্প ডাকবেন, হামজা প্রথম দিনই ক্যাম্পে যোগ দেবেন এবং প্রথম দিন থেকেই প্রশিক্ষণ শুরু করবেন।’
বাফুফে থেকে যদিও কাবরেরা প্রসঙ্গে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আরো এক মৌসুম তিনি থাকতে পারেন বাংলাদেশ দলের সঙ্গে। ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।