অ্যালেন তাণ্ডবে পাকিস্তানকে হারিয়ে সিরিজ কিউইদের
শুরু দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ তে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। এতে পাঁচ ম্যাচ সিরিজে এ ম্যাচটি পাকিস্তানের জন্য ছিল। অন্যদিকে কিউইদের জন্য তা দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের। যেখানে ব্যাট হাতে ফিন অ্যালেনের ৬২ বলে ১৩৭ রানের তাণ্ডবীয় ইনিংসে অর্ধেক জয় যেন আগেই নিশ্চিত করে স্বাগতিকরা। এতে পাকিস্তানের সামনে ২২৫ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দলীয় পারফর্মে বাকি কাজ সারেন বোলাররা। শেষ পর্যন্ত সফরকারীদের ৪৫ রান হারিয়ে টানা তৃতীয় জয় তুলে ৩-০ তে সিরিজ জিতে নেয় মিচেল সান্টনারের দল।
ডানেডিনে সিরিজের টানা তৃতীয়বারের মতো টসে জেতেন এবং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। যদিও ম্যাচ শেষে টানা তৃতীয় হারের স্বাদও পেতে হয় এই বাঁহাতি পেসারকে। সেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে কিউইরা।
এতে সিরিজে দ্বিতীয়বারের মতো দুইশ’য়ের অধিক রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। শুরু ম্যাচে ভালো শুরুর পর টানা দুই ম্যাচে ব্যর্থ সাইম আইয়ুব। দলীয় ২৩ রানের মাথায় সাজঘরে ফেরেন এই ওপেনার। পরে শুরুর সেই চাপ সামাল দেন মোহাম্মদ রিজওয়ান ও সিরিজে ছন্দে থাকা বাবর আজম। তবে এদিনও বাবর ছাড়া হাসেনি আর কারও ব্যাট।
টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচে ফিফটি দেখার দিনটিতেও হতাশ হতে হলো পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে। তার ৩৭ বলে ৫৮ রান বাদে মোহাম্মদ নাওয়াজ করেন ২৮ এবং রিজওয়ান করেছেন ২৪ রান। এছাড়া আরও কেউই পেরোতে পারেনি ২০ রানের গণ্ডি। এতে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রানে থামে সফরকারীরা। কিউইদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন টিম সাউদি।
এর আগে ব্যাট করতে নেমে কিউইদের পুরো ইনিংস যেন লেখা থাকলো অ্যালেনের নামে। একেকটা বিশাল ছক্কার মারে কিউইদের একাই টেনে নিয়ে গেলেন বিশাল সংগ্রহে। এই ডানহাতি ব্যাটারের তাণ্ডব থামে অষ্টাদশ ওভারে, দলীয় ২০৪ রানের মাথায়। ৬২ বলে ৫ চার ও রেকর্ড ১৬টি ছক্কায় কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেন অ্যালেন। এছাড়াও কেন উইলিয়ায়মসনের বদলে একাদশে সুযোগ পাওয়া টিম সেইফার্ট করেন ৩১ রান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার হারিস রউফ।
কিউইদের এই জয়ে সিরিজের বাকি দুই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কেবল নিয়মরক্ষার। যেখানে আগামী শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দল দুটি।