কষ্টের জয়ে তৃতীয় রাউন্ডে জকোভিচ
বছরের প্রথম গ্রান্ডস্লাম টুর্নামেন্ট, অস্ট্রেলিয়ান ওপেন। যেখানে নিজের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের আশায় নেমেছে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী তারকা নোভাক জকোভিচ। যেখানে শুরু থেকে একের পর এক কঠিন বাঁধার সম্মুখীন হচ্ছেন এই সার্ব।
প্রথম রাউন্ডে অভিষিক্ত দিনো প্রিজমিচের বিপক্ষে শুরুটা ভালো করলেও দ্বিতীয় সেটে হেরেছিলেন জকোভিচ। শেষে তৃতীয় সেটে হার না মানা দুজনের লড়াইয়ে সেট শেষ হয় ৪ ঘণ্টা ১ মিনিটে, যা গ্র্যান্ড স্লামে প্রথম রাউন্ডে জকোভিচের ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ।
এবার দ্বিতীয় রাউন্ডেও এলো ঘাম ঝরানো জয়। স্বাগতিক দল অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপেরিনের বিপক্ষে প্রথম সেট সহজে জিতলেও, দ্বিতীয় সেটে খেই হারিয়ে বসে এই সার্বিয়ান তারকা। এতে রোমাঞ্চকর সোয়া এক ঘণ্টার শেষ সেটে জয় পায় জকোভিচ। পপেরিনকে ৬-৩, ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছান ৩৬ বছর বয়সী এই সার্ব।
এতে অস্ট্রেলিয়ান ওপেনে টানা ৩০ ম্যাচ ধরে অপরাজিত থাকলেন টুর্নামেন্টটির রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন জকোভিচ। তৃতীয় রাউন্ডের ম্যাচ জকোভিচ মাঠে নামবেন আর্জেন্টিনার ৩০তম বাছাই তমাস মার্তিন এচেভেরির বিপক্ষে।