চট্টগ্রামের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বরিশাল
শুরুটা জয় দিয়ে হলেও ঢাকা পর্বের প্রথম ভাগে নিজেদের শেষ দুই ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে ফরচুন বরিশালকে। এতে তালিকার পাঁচে অবস্থান করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি। সেখান থেকে শেষ চারের লড়াইয়ে নামতে জয়ের নেই বিকল্প। সেখানে সিলেট পর্বে আজ বরিশালের ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে জিতেছে বরিশাল। সেখানে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।
দলের দুই ওভারসিসি ক্রিকেটারে পরিবর্তন এসেছে বরিশালের একাদশে। এতে শোয়েব মালিক ও ইব্রাহিম জাদরানের পরিবর্তে একাদশে এসেছে আহমেদ এসেছেন ও ইয়ানিক কারিয়াহ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
আভিশকা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, ইমরানুজ্জামান, শাহাদত হোসেন দিপু, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান, কার্টিস ক্যাম্ফার।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক কারিয়াহ, তাইজুল ইসলাম, দুনিথ ভেল্লালাগে, আব্বাস আফ্রিদি, কামরুল ইসলাম।