কামিন্স ছুটিতে, অধিনায়ক স্মিথ

কামিন্স ছুটিতে, অধিনায়ক স্মিথ

চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দলে নেতৃত্বে থাকবেন স্টিভেন স্মিথ। মুলত দলের অধিনায়ক প্যাট ক্যামিন্স পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এ দায়িত্ব পেয়েছেন তিনি।

কামিন্স দ্বিতীয় সন্তানের জন্মের জন্য এ সিরিজে থাকছেন না। যে কারণে কপাল খুলেছে ৩৫ বছর বয়সী স্মিথের। এর আগে ২০১৮ সালের বল-টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে দুই বছরের দলের অধিনায়কত্ব না করার নিষেধাজ্ঞো দেওয়া হয় তাকে।

লঙ্কারদের বিপক্ষে টেস্টেবাদ পড়েছেন সদ্য সমাপ্ত বর্ডার-গাভাস্কার ট্রফিতে চোটে পড়া পেসার জশ হ্যাজলউড। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হতে যাচ্ছে স্পিনার কুপার কুনললির। কুইনললি অজিদের হয়ে মাত্র দুটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

দলে আছেন সম্প্রতি ভারতের বিপক্ষে ছয় ইনিংসে ৭২ রান করা নাথান ম্যাকসুইনি। স্পিন আক্রমণে নাথান লায়ন, ম্যাথিউ কুহনেম্যান এবং টড মারফির সাথে যোগ দেবেন তিনি। পাশাপাশি এবারও দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস, ভারতের বিপক্ষে যিনি নাথানের হয়ে খেলতে নেমেছিলেন।

অলরাউন্ডার মিচেল মার্শ ভারত সিরিজে খারাপ পারফরম্যান্সের পর বাদ পড়েছেন, আর বেউ ওয়েবস্টার, যিনি সিডনিতে শেষ টেস্টে মার্শের পরিবর্তে খেলেছেন তিনি এবারও দলে তার জাযগা ধরে রেখেছেন।

সিরিজের প্রথম টেস্ট ২৯ জানুয়ারি শ্রীলঙ্কার গলেতে শুরু হবে। পরেরটি ৬ ফেব্রুয়ারি। দুটি টেস্টই হবে গলে। সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতে ট্রেনিং ক্যাম্প করবে অজি দল।

অস্ট্রেলিয়ান স্কোয়াড
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোলান্ড, অ্যালেক্স কেরি, কুপার কনললি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথিউ কুহনেম্যান, মারনাস লাবুসচাগনে, নাথান লায়ন, নাথান ম্যাকসুইনি, টড মারফি, মিচেল স্টার্ক, বাউ ওয়েবস্টার।

সম্পর্কিত খবর