ইয়াসির-বার্লের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল রাজশাহী
চলমান বিপিএলের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্বার রাজশাহী ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানের লড়াকু পুঁজি গড়েছে।
শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে ভালো শুরু এনে দেন মোহাম্মদ হারিস ও জিশান আলম। উদ্বোধনী জুটিতে তারা ৪৪ রান যোগ করেন। তবে ২০ বলে ২৭ রান করে হারিস আউট হয়ে যান।
রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় এদিন ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। এসএম মেহরাবও ৫ রানের বেশি করতে পারেননি। এরপর ২২ বলে ২৩ রান করে জিশান আউট হলে দলীয় ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী।
এই চাপ সামাল দেন ইয়াসির আলি ও রায়ান বার্ল। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮তম ওভারেই রাজশাহী দলীয় স্কোর ১৫০ পেরিয়ে যায়। ইয়াসির আলি ২৪ বলে ৪১ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৫টি চারের মার। শেষ দিকে আকবর আলী ৯ বলে ২১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে মূল ভূমিকা রাখেন রায়ান বার্ল। তিনি ২৯ বলে অপরাজিত ৪৮ রান করেন, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।
খুলনা টাইগার্সের বোলারদের মধ্যে নাসুম আহমেদ সবচেয়ে সফল ছিলেন। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ নাওয়াজ, মেহেদী হাসান মিরাজ এবং আবু হায়দার প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।