শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও হারাল বাংলাদেশ
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ অ-১৯ নারী দল। এরপর এবার পাকিস্তানকেও হারিয়েছে স্বাগতিকরা। ৩৬ রানের এই বড় জয় বাংলাদেশকে ফাইনালের পথেও এগিয়ে দিয়েছে বড় এক ধাপ।
ঘরের মাঠ কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ সিরিজের শুরুটা করেছিল বাংলাদেশ। সে ম্যাচে টস জিতেছিল স্বাগতিকরা। আজকের ম্যাচেও নারী যুবাদের অধিনায়ক সুমাইয়া আক্তার জেতেন টসে। নেন ব্যাট করার সিদ্ধান্ত।
সুমাইয়া ব্যাট হাতে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। ২৪ বলে ৪ চারে করেছেন ৩২ রান। এছাড়াও অরবিন তনি করেন ৩১ এবং সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২৪ রান। ২০ ওভার শেষে বাংলাদেশ তোলে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান।
জবাবে শুরুটা বেশ ভালো পেয়েছিল পাকিস্তান। ওপেনিং জুটি চলে আসে ৫১ রান। তবে বাংলাদেশ ম্যাচে ফেরে এরপরই। আসিমা ইরার বোলিং নৈপুণ্যে ৬৯ থেকে ৭৫ তুলতেই খুইয়ে বসে ৪ উইকেট।
সে ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি পাকিস্তান। এরপর থেকে শেষ পর্যন্ত ব্যাটাররা স্রেফ হারের ব্যবধানটাই কমিয়েছেন। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে সফরকারীরা। বাংলাদেশ জেতে ৩৬ রানে।
এই জয়ের পর অবশ্য অবসরের সুযোগ নেই বাংলাদেশের। আগামীকালই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে হবে সুমাইয়া আক্তারের দলকে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
বাংলাদেশ: ১৩৬/৪ (২০ ওভার); (সুমাইয়া ৩২, তনি ৩১; আনোশা ২/২২)
পাকিস্তান: ১০০/৭ (২০ ওভার); (ফাতিমা ৩৯, সামিয়া ২৫; ইরা ২/১২)
ফলাফল- বাংলাদেশ ৩৬ রানে জয়ী।