অবিশ্বাস্য ‘কামব্যাক’, অজি ওপেনের নতুন রাজা সিনার

অবিশ্বাস্য ‘কামব্যাক’, অজি ওপেনের নতুন রাজা সিনার

বিস্ময়টা আগের রাউন্ডেই উপহার দিয়ে দিয়েছিলেন ইয়ানিক সিনার। হারিয়ে দিয়েছিলেন ২৫তম গ্র্যান্ড স্ল্যামের সন্ধানে থাকা নোভাক জকোভিচকে। এরপর আজ মুখোমুখি হয়েছিলেন দানিল মেদভেদেভের। শুরু দুই সেটে হেরেও বসলেন যখন, সেমিফাইনালে জকোভিচের বিপক্ষে জয়টাকে তখন ঝড়ে বকে বলেই মনে হচ্ছিল। না হলে পরের ম্যাচেই এমনভাবে উড়ে যাবেন কেন?

না, সিনার উড়ে যাননি। ঘুরে দাঁড়িয়েছেন। পরের তিন সেটে বরং মেদভেদেভকেই দাঁড়াতে দিলেন না আর। ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারালেন রাশান প্রতিপক্ষকে। তুলে নিলেন অবিশ্বাস্য এক জয়। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামটা জিতে বনে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা। 

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় আজ রোববার পুরুষ এককের ফাইনালে প্রথম দুই সেটে রীতিমতো পাত্তাই পাননি সিনার। মেদভেদেভ দুই সেটই জিতেছিলেন ৬-৩ গেমে। 

তখন মনে হচ্ছিল সহজ এক জয় নিয়ে বুঝি অজি ওপেনের শিরোপাটা জিততে যাচ্ছেন মেদভেদেভ। ঠিক তখন সিনার ম্যাচে ফিরে আসেন দোর্দণ্ড প্রতাপে। খেলাটা ৪ ঘণ্টা পেরোলো বটে, কিন্তু শেষমেশ ম্যাচটা জিতলেন ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। তাতেই ক্যারিয়ারের প্রথম শিরোপাটা জিতে যান তিনি। বনে যান অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা।

সম্পর্কিত খবর