বিপিএলে ফিরছেন শোয়েব মালিক

বিপিএলে ফিরছেন শোয়েব মালিক

বিপিএলের ঢাকা পর্ব খেলার পরই ঢাকা ছেড়ে গিয়েছিলেন শোয়েব মালিক। যদিও তার চুক্তি ছিল আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, তবু তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি জানায় তার দল ফরচুন বরিশাল। তার এক সপ্তাহও পেরোয়নি, এবার নতুন খবর, তিনি বিপিএলে ফিরছেন আগামী সিলেট পর্বের শেষ ম্যাচে। 

এবারের বিপিএলে শুরুর পর্বে তিনি মাঠে নেমেছেন বরিশালের হয়ে। পারফর্মও করেছেন। প্রথম ম্যাচ শুরুর আগে সমালোচনার জন্ম দিয়েছিলেন তৃতীয় বিয়ের ঘোষণা দিয়ে। এরপর মাঠে নেমে প্রথম ওভারে উইকেট তুলে নেন। এরপর ব্যাট করতে নেমে প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে ছুঁয়ে ফেলেন ১৩০০০ টি-টোয়েন্টি রানের মাইলফলক।

এরপর গত ২৩ জানুয়ারি ঢাকা ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যান শোয়েব মালিক। এরপরই তাকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় বরিশাল। তার বদলে দলে টানে আহমেদ শেহজাদকে। 

এবার শোয়েব মালিককেও দলে ফেরানোর ঘোষণা দিল ফ্র্যাঞ্চাইজিটি। আজ বিকেলে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বরিশাল। তাদের কথা, ‘অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক আগামী ৩ ফেব্রুয়ারি আবার ফরচুন বরিশালে যোগ দেবেন। তিনি বিপিএলের সিলেট পর্বে খুলনার বিপক্ষে ৩ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন।’

 

সম্পর্কিত খবর