রবীন্দ্রময় দিনে বিপদে প্রোটিয়ারা
অভিষেক টেস্ট সেঞ্চুরিটা আগের দিনই তুলে রেখেছিলেন রাচিন রবীন্দ্র। দ্বিতীয় দিনে মাঠে নেমে হারিয়েছেন সেঞ্চুরিয়ান সতীর্থ কেন উইলিয়ামসনকে। তবে তাতে একটুও ঘাবড়ে যাননি তিনি। আবার প্রথম থেকে শুরু করেছেন। পথে হারিয়েছেন ড্যারিল মিচেল টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপসকে। তাতে একটুও নিজের লক্ষ্য থেকে সরে আসেননি তিনি।
নিউজিল্যান্ডকে রান পাহাড়ের চূড়ায় দাঁড় করিয়ে রেখে এসেছেন এই তরুণ। টেস্ট ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিটাকেই রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। কিউইদের ৫১১ রানের মধ্যে ২৪০ রানই তার।
তার দিনে শেষ বিকেলে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী দক্ষিণ আফ্রিকা। ৮০ রান তুলে ৪ উইকেট খরচ করে ফেলেছে তারা। তৃতীয় দিনে যে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তাদের জন্য সেটা অনুমান করা গেছে দ্বিতীয় দিনেই।
এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকতে হয়েছে প্রোটিয়া ব্যাটারদের। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর ৩০ রানের মধ্যেই নেই ৩ উইকেট। পরের উইকেট পড়তে অবশ্য কিছুটা সময় নিয়েছে। ৭৪ রানে ফিরেছেন জুবায়ের হামজা। তবে আর ঝুঁকি বাড়তে দেননি ডেভিড বেডিংঘাম। ২৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করে এসেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
দ্বিতীয় দিন শেষে
নিউজিল্যান্ড: ৫১১ (উইলিয়ামসন ১১৮, রবীন্দ্র ২৪০, ফিলিপস ৩৯;ব্র্যান্ড ৬/১১৯, সোয়ার্ড ২/৬১)
দক্ষিণ আফ্রিকা: ৮০/৪, (২৮ ওভার); (মোর ২৩, হামজা ২২, বেডিংঘাম ২৯*; জেমিসন ২/২১)