মবিল স্বাধীনতা দিবস জাতীয় টেনিসে চ্যাম্পিয়ন রঞ্জন ও হালিমা
ইস্ট কোস্ট গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ৪ থেকে ৯ মার্চ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় অনুষ্ঠিত হল ‘মবিল স্বাধীনতা দিবস জাতীয় টেনিস প্রতিযোগিতা ২০২৪’। আজ (শনিবার) ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজেএল বাংলাদেশ পিএলসি এর সিইও জনাব এম. মুকুল হোসেন, বাংলাদেশ টেনিস ফেডারেশন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জনাব মোতাহার হোসেন (সাজু), সহ-সভাপতি জনাব মো: মাসুদ করিম, সাধারণ সম্পাদক জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সিআইপি, কোষাধ্যক্ষ জনাব খালেদ আহমেদ প্রমূখ।
প্রতিযোগিতায় পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের রঞ্জন রাম। মহিলা এককের শিরোপা জিতেছেন বিকেএসপির হালিমা জাহান।
প্রতিযোগিতায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, বিকেএসপি, উত্তরা ক্লাব লি:, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঝালকাটি টেনিস ক্লাব, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, মেহেরপুর টেনিস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, সিলেট জেলা ক্রীড়া সংস্থা হতে দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছে।