আবারও শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরি, লিড ৪৩০

আবারও শ্রীলঙ্কার জোড়া সেঞ্চুরি, লিড ৪৩০

লিডটা আগের সেশনেই মোটামুটি ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কা তাদের লিডটা আরও বাড়িয়েই নিল। ৪৩০ রানের লিড এখন সফরকারীদের। এত বড় লিডের কারণ, প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের আবারও তিন অঙ্ক ছুঁয়ে ফেলা। দুজনই তাদের ইনিংসকে তিন অঙ্কে রূপ দিয়েছেন এই সেশনে। তাতেই এই সেশনটা শ্রীলঙ্কা শেষ করল ৭ উইকেটে ৩৩৮ রান তুলে। 

প্রথম সেশনে বাংলাদেশ একটা উইকেট ঝুলিতে পুরেছিল। দিনের দ্বিতীয় সেশনেও বাংলাদেশের অর্জনের ঝুলিতে যোগ হলো আরও একটা উইকেট, সব মিলিয়ে দুই। বিপরীতে লঙ্কানরা যোগ করেছে ২১৯ রান।

অথচ দিনের শুরুটা বাংলাদেশের পক্ষেই ছিল। তৃতীয় ওভারেই লঙ্কান ব্যাটিং লাইনআপে আঘাত হানেন খালেদ আহমেদ। ফেরান আগের দিন অপরাজিত থাকা বিশ্ব ফার্নান্দোকে। দ্বিতীয় ইনিংসে এটিই খালেদের প্রথম শিকার।

প্রথম ইনিংসে লঙ্কানদের বিপদে এগিয়ে এসেছিলেন ধনাঞ্জয়া আর কামিন্দু। দ্বিতীয় ইনিংসে আরও একবার কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। টানা দ্বিতীয় সেঞ্চুরি আদায় করে নেন তিনি। ১০৮ রান করে বিদায় নেন তিনি।

তার বিদায়ের কিছু পরেই কামিন্দুও সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। প্রবাথ জয়াসুরিয়াকে সঙ্গে নিয়ে ১০০ রানে অপরাজিত আছেন তিনি। জয়সুরিয়া তার সঙ্গে আছেন অপরাজিত ১৩ রানে। ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রানের বড় সংগ্রহ করে ফেলেছে শ্রীলঙ্কা।

সম্পর্কিত খবর