টানা তিন জয় চট্টগ্রামের

টানা তিন জয় চট্টগ্রামের

হার দিয়ে শুরু হয়েছিল মিশন। এরপর দুর্দান্ত দক্ষতায় ঘুরে দাঁড়িয়েছে চিটাগং কিংস। তুলে নিয়েছে টানা তিন জয়! বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এসেছে চিটাগং কিংস।

২০৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৭৩ রানেই থামে সিলেট। আর তাতেই টানা তিন জয় তুলে নিলো খুলনার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বন্দর নগরীর দলটি। টানা দুই ম্যাচ জয়ের পর হারল স্বাগতিক সিলেট।

তাড়া করে জিততে হলে দুর্দান্ত ব্যাটিং করতে হতো সিলেটকে। ইনিংসের দ্বিতীয় বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্টারলিং। ৩৬ রানের মাথায় আলিস আল ইসলামের বলে ব্যাক্তিগত ২৫ রানে আউট হন আগের দুই ম্যাচে ম্যাচসেরা হওয়া জাকির হাসান। রনি তালুকদারও ফেরেন ৭ রান করে। পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে আর ম্যাচে ফেরা হয়নি সিলেটের। সিলেটের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন জর্জ মানসি। জাকের আলীর ২৩ বলে ৪৭ রানের দূর্দান্ত ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

চিটাগংয়ের হয়ে মোহাম্মাদ ওয়াসিম নেন তিন উইকেট।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক আরিফুল হক। ব্যাটিংয়ে নেমে ৩২ রানের মাথায় প্রথম উইকেট হারায় চিটাগং। তানজিম হাসান সাকিবের বলে ব্যাক্তিগত ৭ রান করে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন।

এরপর ক্লার্ককে নিয়ে আরেক ওপেনার উসমান খান গড়েন ৬৮ রানের জুটি। দলীয় ১০০ রানের মাথায় আরিফুলের বলে আউট হন উসমান। ৮ চার ও ১ ছয়ে তার ব্যাট থেকে আসে ৫৩ রান।এছাড়া অধিনায়ক মিথুন আলীর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৮ রান।
শেষে হায়দার আলীর ঝড়ো ব্যাটিংয়ে ২০০ পার করে চিটাগং। ১৮ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন এ ব্যাটার।

সিলেটের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন বোলার তানজিম সাকিব। নাহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও আরিফুল হক নেন একটি করে উইকেট।

ঘরের মাঠে যাওয়ার আগে চিটাগং কিংসের হ্যাটট্রিক জয় টুর্নামেন্টে তাদের ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছে।

সম্পর্কিত খবর