জেসির স্বপ্নপূরণ, এবার যাচ্ছেন বিশ্বকাপে

জেসির স্বপ্নপূরণ, এবার যাচ্ছেন বিশ্বকাপে

গত বছর জুলাইয়ে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন সাথিরা জাকির জেসি। এবার তার সামনে নতুন মিশন। মালয়েশিয়াতে হওয়া অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও তাঁকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে। তবে স্বপ্ন দেখতেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করার। এবার সে স্বপ্ন ধরা দিল ৩৪ বছর বয়সী জেসি হাতে।

আগামী শনিবার থেকে মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন তিনি। টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য আজ ২০ সদস্যের ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি । সেই তালিকায় আছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি।

তবে সাথিরার স্বপ্ন পূরণের সুযোগ এর আগেও এসেছিল। গত অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সাথিরার আম্পায়ারিং করার সম্ভাবনা ছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। আর তাতেই স্বপ্ন ভঙ্গ হয় সাথিরার। তবে এবার বয়সভিত্তিক বিশ্বকাপ দিয়ে স্বপ্ন পূরণ হচ্ছে তার।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ জন ম্যাচ অফিশিয়ালের ১৬ জন আম্পায়ার। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন সাথিরা। ম্যাচ অফিশিয়ালের দায়িত্বে থাকছেন আরও ১৩ দেশের ১৯ জন।

গত বছরের মার্চে আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হন সাথিরা। আম্পায়ার হিসেবে বাংলাদেশে ছেলেদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে তার।

সম্পর্কিত খবর