অবশেষে অলআউট শ্রীলঙ্কা, কামিন্দু ১৬৪

অবশেষে অলআউট শ্রীলঙ্কা, কামিন্দু ১৬৪

ওভার চারেক আগে ছক্কা মেরে দেড়শ তে পৌঁছুলেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার লিড গিয়ে ঠেকল সমান সমান ৫০০তে। লঙ্কানদের সামনে আর কোনো লক্ষ্য বলতে কিছু ছিল বলে মনে হচ্ছিল না। রানটা বহু আগেই বাংলাদেশের নাগালের বাইরে চলে গেছে। তাই তখনই ইনিংস ঘোষণা করে দেবে শ্রীলঙ্কা, মনে হচ্ছিল এমনটাই। 

কিন্তু না! কী মনে করে যেন, লঙ্কানরা খেলে গেল ইনিংস ঘোষণা না করেই। হয়তো কামিন্দু মেন্ডিসের ডাবল সেঞ্চুরির জন্য! তবে শেষমেশ তাকে সে ডাবল সেঞ্চুরি করতে দেয়নি বাংলাদেশ। ১৬৪ রানে থামিয়েছে কামিন্দুকে। শ্রীলঙ্কা অবশেষে অলআউট হয়েছে ৪১৮ রানে। বাংলাদেশের সামনে লক্ষ্যটা পড়েছে ৫১১ রানের।

দিনের শুরুতে বাংলাদেশের চাওয়া ছিল শ্রীলঙ্কাকে আর ৫০ এরও বেশি রান না করতে দেওয়া। আর শ্রীলঙ্কা চেয়েছিল নিদেনপক্ষে ৩০০ রানের লিড। লঙ্কানরা দিনটা শুরু করেছিল ১১৯ রান নিয়ে। তার সঙ্গে আজ যোগ করল ২৯৯ রান। প্রত্যাশার চেয়েও ২০০ রান বেশি!

বাংলাদেশ দিনের শুরুতেই একটা উইকেট তুলে নিতে পেরেছিল, যদিও তা নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্দোর! এরপর শুরু ধনাঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের লড়াইয়ের। দুজন মিলে প্রথম ইনিংসে ২০২ রানের জুটি গড়েছিলেন। মনে হচ্ছিল দ্বিতীয় ইনিংসেও তাই করবেন! তবে তা হয়নি, দুজনের জুটি শেষ হয়েছে ১৭৩ রানে। তবে দুজন তুলে নিয়েছেন সেঞ্চুরি, প্রথম ইনিংসের মতো; ইতিহাসে তৃতীয় বারের মতো নির্দিষ্ট দুই ব্যাটার দুই ইনিংসেই পেলেন সেঞ্চুরির দেখা। 

ধনাঞ্জয়া সেঞ্চুরির পরই ফিরেছেন। তবে কামিন্দু ফেরেননি। ধনাঞ্জয়ার পর ওপাশে তিনি আউট হতে দেখেছেন একে একে প্রবাথ জয়াসুরিয়া, লাহিরু কুমারাকে। তবে নিজে অবিচল থেকে লড়েছেন শেষ পর্যন্ত। তুলে নেন দেড়শও। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় তার নামের পাশে জ্বলজ্বল করতে থাকে ক্যারিয়ারসেরা ১৬৪ রান।

শ্রীলঙ্কা তাদের ইনিংস শেষ করে ৪১৮ রান করে। ৫১১ রানের এভারেস্টসম রান তাড়া করতে হবে বাংলাদেশকে।

 

সম্পর্কিত খবর