ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে এক পায়ে খাড়া অস্ট্রেলিয়া
ভারত এবং পাকিস্তানের বৈরিতার কথা কারও অজানা নয়। রাজনৈতিক বিরোধের কারণে ক্রিকেট মাঠে সম্পর্ক এখন তলানিতে। এক দশকেরও বেশি সময় ধরে এই দুই বৈরি প্রতিবেশী খেলেনি কোনো দ্বিপাক্ষিক সিরিজ। তবে ভবিষ্যতে ভারত-পাকিস্তান যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায়, তাহলে সে সিরিজ অস্ট্রেলিয়া আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (২৭ মার্চ) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়ার ঘরের মাঠে পরবর্তী কয়েকটি সিরিজের সূচি ঘোষণার সময় এই আগ্রহ পুনর্ব্যক্ত করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি।
এবারই অবশ্য প্রথম নয়, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এমসিজিতে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে বসে দেখেছিলেন ৯০ হাজারের বেশি দর্শক। সে ম্যাচের সফলতার পর প্রথমবার ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে আগ্রহ প্রকাশ করে।
চলতি বছর তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান। এরপরই অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। এই সূচি ঘোষণার সময়ই ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের ওই কর্তা।
দ্বিপাক্ষিক সিরিজ না হলে ত্রিদেশীয় সিরিজ আয়োজনেও আগ্রহ রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও আইসিসির এফটিপিতে (ফিউচার ট্যুর প্রোগ্রাম) অস্ট্রেলিয়ার কোনো ত্রিদেশীয় সিরিজ নেই, তবে ভারত এবং পাকিস্তানকে নিয়ে এমন কিছুর আয়োজন করা গেলে সুযোগ লুফে অস্ট্রেলিয়া তৈরি বলে জানান ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব শিডিউলিং পিটার রোচ।