সাকিবের রাজনীতি ও বাদ প্রসঙ্গে মুখ খুললেন মরিসন

সাকিবের রাজনীতি ও বাদ প্রসঙ্গে মুখ খুললেন মরিসন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি আসরে দল পাওয়া টাইগার পেসার নাহিদ রানাকে নিয়ে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন। তার মতে নাহিদ ‘খাঁটি স্বর্ণ।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ধারাভাষ্যকার দিতে ১০ বছর পর বাংলাদেশে এসেছেন ড্যানি। বিপিএল নিয়ে দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। যেখানে ওঠে আসে নাহিদ রানা প্রসঙ্গও।

নাহিদ রানাকে নিয়ে জিজ্ঞেস করা হলে ড্যানি বলেন, ‘ও আসলেই স্বর্ণ, খাঁটি স্বর্ণ। এবার পাকিস্তানিরা কিছু সময়ের জন্য তাকে পেয়েছে। তার মতো একজন খেলোয়াড় তৈরি হওয়া নিয়ে অনেকেই মনে করেন এটা ডিএনএ-র ব্যাপার। তবে এটি তেমনটা নয়। একটা বিতর্ক আছে, যে স্প্রিন্টার তৈরি হয় না কি স্প্রিন্টার জন্মগতভাবে হয়ে থাকে। কিছু ছেলে থাকবে যারা সময় বা কার্যকলাপের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারবে। আমি মনে করি- নাহিদ ঠিক এমন একজন।’

এসময় সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে না থাকা নিয়ে তিনি বলেন, ‘সাকিবের বিষয়টা অনেক জটিল। আমি ভারতীয় উপমহাদেশের প্রতিটি জায়গায় দেখেছি যে খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে থাকা খুব চ্যালেঞ্জিং।’

নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মরিসন এনিয়ে আরও যোগ করেন, ‘অবসর নিয়ে রাজনীতিতে আসা অনেক ভালো। তাছাড়া তার বোলিং অ্যাকশনও ত্রুটি রয়েছে। সেটা হলো এমন কিছু যা আপনি ঠিক করতে পারেন। তাই আমি আশা করি সাকিব ফিরে আসবে। সে খুব পেশাদার একজন খেলোয়াড়। সে যথেষ্ট ভালো খেলোয়াড়, ফিরে এসে এখনও খেলা চালিয়ে যেতে পারে।’

সম্পর্কিত খবর