পেনাল্টি মিস করায় অনাগত সন্তানকে হত্যার হুমকি!

পেনাল্টি মিস করায় অনাগত সন্তানকে হত্যার হুমকি!

এ মৌসুমে দূর্দান্ত শুরু করেছিল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও দুইয়ে ইংলিশ এই ক্লাবটি। তাই ক্লাবকে নিয়ে ভক্ত-সমর্থকের প্রত্যাশা ছিল বেশি। তবে সে প্রত্যাশা মৌসুমের মাঝপথে এসেই হোঁচট খেলো। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে রূদ্ধশ্বাস এক লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল।

১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে এমন পরাজয় মেনে নিতে পারছেন না ক্লাবটির সমর্থকেরা। ম্যাচের ফল ভিন্ন হতে পারত যদি আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ একাধিক সহজ সুযোগ নষ্ট না করতেন। তবে সমর্থকেরা তার উপর বেশি চটেছেন হাভার্টজ টাইব্রেকার মিস করার কারণে।

দুই দল মিলিয়ে টাইব্রেকারে হাভার্টজই শুধু পেনাল্টি মিস করেছিলেন। আর জার্মান তারকার সেই মিসই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে এফ এ কাপ থেকে বিদায় নেয় আর্সেনাল।

হাভার্টজের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মানতে পারছেন না অনেক আর্সেনাল সমর্থক।সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে হচ্ছে সমালোচনার ঝড়। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে আলোচনায় এসেছে, বাসায় এসে তাঁর অনাগত সন্তানকে ‘জবাই’ করার মতো ভয়ংকর হুমকি। পোস্টটিতে লেখা ছিল, ‘আমি তোমার ঘরে আসব এবং তোমার সন্তানকে জবাই করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের হুমকির জবাবে হাভার্টজের স্ত্রী সোফিয়া লিখেছেন, ‘আমি আসলে বুঝতে পারছি না, কী বলব! কেউ যদি মনে করে এমন কিছু লেখা স্বাভাবিক, তবে সেটা আমার জন্য বিশাল ধাক্কার মতো। আমি আশা করি, আপনি নিজেকে নিয়ে লজ্জিত হবেন।’

এদিকে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আর্সেনাল এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তারা শিগগিরই ব্যবস্থা নেবে।

সম্পর্কিত খবর