হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ১৫৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হেরে বসেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি তাই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে হোয়াইটওয়াশ এড়ানোর। এ ম্যাচে তাই বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যটি ছিল সফরকারীদের যত কম রানে আটকে রাখা যায়।
তবে জ্যোতিদের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন অজি মেয়েরা। মাঝে উইকেট পেলেও রান তোলায় লাগাম টানতে পারেনি বাংলাদেশি বোলাররা। অধিনায়ক অ্যালিসা হিলির পর শেষ দিকে তাহলিয়া ম্যাকগ্রার আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে অজিরা।
এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৩৯ রান জমা করে ফেলে অস্ট্রেলিয়া। বেথ মুনি ১০ রানে ফিরলেও দলকে টানেন অ্যালিসা হিলি। দলকে রেখে আসেন বড় সংগ্রহের পথে। সাজঘরে ফেরার আগে ২৯ বলে করেন ৪৫ রান। এরপর অবশ্য মাঝে দ্রুতই এলিসি পেরি ও অ্যাশলে গার্ডনারকে সাজঘরে ফিরিয়েছে বাংলাদেশি বোলাররা।
তাতে একটা আশা জেগেছিল অজিদের অল্পতে আটকে রাখার। তবে শেষ পর্যন্ত ব্যাট হাতে বাংলাদেশের সেই পরিকল্পণা নষ্ট করে দেন ম্যাকগ্রা। ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলের সংগ্রহটাকে দেড়শ পার করান তিনি। তার ব্যাটিংয়ের সুবাদেই ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৫৫ রানের শক্ত ভিত পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।