রোহিতের পর এবার রঞ্জিতে কোহলি-পন্ত!

রোহিতের পর এবার রঞ্জিতে কোহলি-পন্ত!

অবশেষে সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীর দেখানো পথেই হাটছে টিম ইন্ডিয়া। ফর্ম হারানো ক্রিকেটারদের আসন্ন রঞ্জি ট্রফির দ্বিতীয় পর্বে খেলতে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মার পরে সেই তালিকায় উঠে এলো আরো তিন ভারতীয় তারকা খেলোয়াড়ের নাম।

রঞ্জিতে ২৩ জানুয়ারি রাজকোটে সৌরাষ্ট্রর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য ৪১ সদস্যের দল ঘোষণা করেছে দিল্লি। যেখানে ঋষভ পন্তের পাশাপাশি রাখা হয়েছে বিরাট কোহলি ও হারশিত রানা। যদিও পন্ত যে দিল্লির হয়ে মাঠে নামবেন সেটা নিশ্চিত হওয়া গেছে। তবে বিরাটের পক্ষ থেকে এখনো কোনো বার্তা পায়নি দিল্লি ম্যানেজম্যান্ট।

সর্বশেষ ২০১৭-২০১৮ মৌসুমে রঞ্জি ট্রফিতে মাঠে নেমেছিলেন পন্ত। এরপর সময় গড়ালেও তাকে আর দেখা যায়নি ঘরোয়া এই আয়োজনে। পন্তর দলে থাকা নিয়ে গণমাধ্যম পিটিআইকে দিল্লির বিভাগীয় ক্রিকেট অসোসিয়েশনের (ডিডিসিএ) সাধারণ সম্পাদক অশোক শর্মা বলেছেন, ‘হ্যাঁ, পন্ত রঞ্জিতে পরবর্তী ম্যাচে তার উপস্থিতি নিশ্চিত করেছেন এবং তিনি সরাসরি রাজকোটে দলের সঙ্গে যোগ দেবেন।’

কোহলিকে নিয়ে তিনি বলেন, ‘বিশ্বসেরা কোহলিকে আমরা দলে চাই, তবে তার কাছ থেকে কোনো খবর পাইনি, আর হার্ষিত রানা ইংল্যান্ড সিরিজের জন্য টি-টোয়েন্টি দলে নির্বাচিত হওয়ায় সে থাকতে পারবে না।’

বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে পারফর্মেন্সের পর আগেভাগেই নিজ দল মুম্বাইয়ের অনুশীলন সেশনে যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।

কোহলি, পন্ত ও হারশিত ছাড়াও বাকি দুটি ম্যাচের জন্য ৩৮ জন সম্ভাব্য খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে দিল্লি। যদিও তাদের চূড়ান্ত দলে অন্তর্ভুক্তি খেলোয়াড়দের প্রাপ্যতার ওপর নির্ভর করে। রঞ্জিতে গ্রুপ ডি-তে দিল্লি পাঁচটি ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

সম্পর্কিত খবর