মিস্টার বাংলাদেশ নজরুল আর নেই

মিস্টার বাংলাদেশ নজরুল আর নেই

৭০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন দেশের বডিবিল্ডিং অঙ্গনের পরিচিত মুখ ও সাবেক মিস্টার বাংলাদেশ খ্যাত নজরুল ইসলাম। আজ বুধবার রাজধানীর আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাবেক কোষাধাক্ষ জহির উদ্দিন চৌধুরী। আরমানিটোলা বড় মসজিদে জানাযার নামাজ শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

লম্বা সময় ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন তিনি, পরে হাসপাতালে ভর্তি করা হলে আর ফিরতে পারেন নি বডিবিল্ডিংয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণ জেতা এ বডিবিল্ডার।

এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন নজরুল ইসলাম। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন ও প্রাণিবিদ্যা বিভাগে। খেলোয়াড়ী জীবনে বডিবিল্ডিংয়ের পাশাপাশি কুস্তি ও জুডোও চর্চা করেছেন বহুদিন। জাতীয় বডিবিল্ডিং প্রতিযোগিতায় সোনা জেতা এ ক্রীড়াবিদ মিস্টার বাংলাদেশ খেতাবও পেয়েছিলেন।

এছাড়াও তিনি বাংলাদেশের একমাত্র বডিবিল্ডিং বিচারক যার আন্তর্জাতিক শরীর গঠন প্রতিযোগিতায় বিচারক হওয়ার অভিজ্ঞতা রয়েছে।

নজরুল ইসলামের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছে, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন জাজেস অ্যাসোসিয়েশনসহ একাধিক ক্রীড়া সংগঠন।

সম্পর্কিত খবর