জাতীয় দলের দায়িত্ব আর চান না সুজন
রীতিমতো বোমাই ফাটালেন খালেদ মাহমুদ সুজন। সংবাদ মাধ্যমে সাফ জানিয়ে দিলেন জাতীয় দলের কোনো দায়িত্বে তিনি আর থাকতে চান না!
বিশ্বকাপে দলের টিম ডিরেক্টর হয়ে ভারতে গিয়েছিলেন সুজন। তবে তার দায়িত্ব সম্পর্কে তিনি নিজেও পরিষ্কার ছিলেন না একেবারেই। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন আগেই। এবার তিনি জানালেন জাতীয় দলের দায়িত্বে অনীহার কথা।
তিনি বলেন, ‘আমি মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আর সমাধান না। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোন দায়িত্বতে আগ্রহও নেই। গত বিশ্বকাপে আমি যা করেছি (হোয়াট আই ডান) আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। আমি আর এই কাজ করতেও চাইনা।’
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুজন। তিনি বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না, আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।’
গেল বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে গেলেও দলের গুরুত্বপূর্ণ সভায় উপস্থিতি ছিল না তার। মূলত তার ভূমিকাটা বদলে যাওয়ার ফলেই তিনি চটেছেন। সেটা পরিষ্কার পরের কথায়। তিনি বলেন, ‘একটা জয়গায় যখন কাজ করেছি, সেই জায়গাটা যখন না পাই কাজ করতে, এতগুলো ট্যুর করার পর আমার কাজটা পরিবর্তন হয়ে যায় তাহলে আমাকে ওই দায়িত্বে রাখার কোন মানে হয় না আসলে। আমি সেই কাজ না করতে পারি তাহলে কেন করবো, আমি তো ট্যুর করতে যাই না বাংলাদেশ দলের সঙ্গে। আমি ট্যুর পার্টি হতে চাই না। আমি বিদেশ অনেক ঘুরেছি, বিদেশ ঘুরার কোন ইচ্ছাই নাই আমার।’