সবার আগে ওনার চাইতে হবে, তামিমের ফেরা প্রসঙ্গে শান্ত
‘তামিম ফিরবেন, নাকি ফিরবেন না?’ শেষ অনেক দিন ধরেই এ প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অলিগলিতে। বোর্ড কর্তাদের যে কেউ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেই পাচ্ছেন এই প্রশ্নটা।
গতকাল প্রাইম ব্যাংক আর আবাহনীর ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলাপচারিতা হয়েছে তামিমের। এরপর পুরো বিষয়টার অগ্রগতি নিয়ে প্রশ্নটা না উঠেই পারে না। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত পেলেন প্রশ্নটা। দিলেন তার জবাবও।
কী নিয়ে কথা হয়েছে, জানতে চাইলে শান্ত জানান, মোটাদাগে তামিম সময় চেয়েছেন তার কাছে। বলেছেন, ‘ক্রিকেট নিয়ে কথা হয়েছে। কী অবস্থায় উনি আছেন। আমরা বা আমি অধিনায়ক হিসেবে কীভাবে চিন্তা করছি, এসব নিয়ে কথা হয়েছে। এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল। কারণ সময়ের ব্যাপার। উনিও একটু সময় চেয়েছেন।’
তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহু আগে। সামনে আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে শান্ত জানালেন, ফিট থাকলে যে কোনো ফরম্যাটে তামিমকে পেতে চান তিনি।
তার ভাষ্য, ‘আমি তো বেসিক্যালি চাইব, উনি যদি ফিট থাকেন, টি-টোয়েন্টিতে যদিও অবসর নিয়েছেন, যদি উনি ফিট থাকেন, যেকোনো ফরম্যাটে এলেই আমরা খুশি হব। আমার মনে হয়, আমি না শুধু, দেশের প্রত্যেকটা মানুষ, ক্রিকেটারই খুশি হবে। এটা তো ইচ্ছা। এটা চাওয়া। তবে সবার আগে উনার চাইতে হবে। তারপর বাকি প্রক্রিয়া। তবে অধিনায়ক হিসেবে, আমার যেটা ইচ্ছা বা চাহিদা, সে বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ-আলোচনা করেছি।’
টি-টোয়েন্টিতে তামিম নেই। মুশফিকুর রহিমও অবসর নিয়েছেন এই ফরম্যাট থেকে। শান্তর আগের কথা প্রসঙ্গে চলে আসে তাদের অবসর ভাঙিয়ে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন। তবে সেসব একপাশে সরিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক। তার অভিমত, দল এখন ‘সেটল’ আছে।
তিনি বলেন, ‘এই মুহূর্তে এই ধরনের (তামিম-মুশফিকের টি-টোয়েন্টি অবসর ভাঙানো) চিন্তা-ভাবনা করছি না। বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই। দলটা মোটামুটি খুব ভালো সেটলও আছে। আর বেশ কয়েকদিন ধরে তামিম ভাইয়ের ফিটনেসেরও একটা ইস্যু আছে। সেসব নিয়েও আমাদের কথা হয়েছে। এই মুহূর্তে এসব কিছু ভাবছি না। তবে অবশ্যই দলের প্রয়োজনে যেকোনো মুহূর্তে যে কাউকে ডাকার জন্য প্রস্তুত।’