প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ বিপজ্জনক, মুশতাকের বিশ্বাস

প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ বিপজ্জনক, মুশতাকের বিশ্বাস

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি। প্রায় তিন মাসের জন্য বাংলাদেশ দলকে বোলিং দীক্ষা দেবেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়েই শুরু হবে মুশতাকের বাংলাদেশ অধ্যায়। আর সেই অধ্যায় নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে মানছেন বিপজ্জনক হিসেবে।

মুশতাক আহমেদের অভিজ্ঞতার ঝুলিটা অবশ্য বেশ পোক্ত। দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৫২টি টেস্টে ১৮৫ উইকেট এবং ১৪৪টি ওয়ানডেতে ১৬১ উইকেট নিয়েছেন। এরপর ক্রিকেটকে বিদায় বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পরবর্তীতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই তাকেই এবার স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

প্রাথমিকভাবে চুক্তিটা বিশ্বকাপ পর্যন্ত হলেও মৌখিকভাবে মুশতাকের সঙ্গে পরবর্তী সময়েও চুক্তিতে যেতে আগ্রহী বিসিবি। আর সেটা নির্ভর করবে তার মেয়াদে জাতীয় দলের বোলারদের পারফরম্যান্সের ওপর। দায়িত্বটা অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশি বোলারদের শেখাতে মুখিয়ে আছেন তিনি।

মুশতাক বলেন, ‘একজন স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি আমার ভূমিকার জন্য অপেক্ষা করছি। ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করতে চাই। কারণ, বাংলাদেশের ক্রিকেটারদের শেখার আগ্রহ আছে। আমি সবসময় বিশ্বাস করি তারা সবচেয়ে বিপজ্জনক দলগুলির মধ্যে একটি। তারা যে কাউকে হারাতে পারে; তাদের সেই সামর্থ্য এবং প্রতিভা আছে। আর আমি তাদের মধ্যে এই বিশ্বাস স্থাপন করাতে চাই।’

সম্পর্কিত খবর