সেরা একাদশের সন্ধানে নিউজিল্যান্ড সিরিজে তাকিয়ে আজহার

সেরা একাদশের সন্ধানে নিউজিল্যান্ড সিরিজে তাকিয়ে আজহার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাপক রদবদল এসেছে পাকিস্তান ক্রিকেট দলে। কোচ থেকে অধিনায়ক সব কিছুতেই এসেছে পরিবর্তন। আর সেই পরিবর্তনের শুরুটা হবে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। যা মাঠে গড়াবে আগামীকাল থেকে। আর সেই সিরিজেই বিশ্বকাপের একাদশ ঠিক করে ফেলতে চান দলটির নতুন কোচ আজহার মাহমুদ।

বিশ্বকাপের আগে মোট ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। যা শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আর সেই সিরিজ ও আসন্ন বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙে দলে ফিরিয়েছেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াডেও জায়গা হয়েছে তাদের। এই সিরিজে পরখ করে দেখে নেওয়া হবে তাদেরকেও।

স্কোয়াড নিয়ে আজহার মাহমুদ বলেন, ‘আমরা এই স্কোয়াডে সব দিক কভার করেছি। আমাদের দুজন অলরাউন্ডার আছে এবং আমাদের ফাস্ট বোলিং বিভাগও খুব শক্তিশালী। আমির এবং ইমাদ প্রত্যাবর্তন করেছে। আমরা যে কোনও সময় তাদের ব্যবহার করতে পারি। তাছাড়া আমাদের ব্যাটিং লাইনআপে পাকিস্তানে সম্ভাব্য সেরা প্রতিভা রয়েছে।’

সবশেষ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছে পাকিস্তান। তবে এবার কেবল ফাইনাল নয় শিরোপাতেও হাত রাখতে চায় পাকিস্তান। আজহার জানিয়েছেন সে কথাও। বলেন, ‘আমাদের শক্তির জায়গা মেধা এবং দক্ষতা। আমরা বিশ্বমঞ্চে পারফর্ম করেছি। সম্প্রতি ২০২২ বিশ্বকাপ ফাইনাল এবং ২০২১ সেমিফাইনাল খেলেছি। যদিও আমরা ২০০৯ (পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ) বা চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৭) ছাড়া বড় কোনো টুর্নামেন্ট জিততে পারিনি। তবে আপনি কখনই পাকিস্তান দলকে, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে বাতিলের খাতায় রাখতে পারবেন না।’

বিশ্বকাপের একাদশ নিয়ে আজহার বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত, আমরা খেলোয়াড়দের ভূমিকা স্পষ্ট করে একটি কাঠামো এবং পরিকল্পনা তৈরি করতে চাই। স্কোয়াডে যারা আছেন আমাদের অবশ্যই তাদের দেখতে হবে। আমাদের বেঞ্চ শক্তিও ব্যবহার করতে হবে। তবে একই সাথে, আমাদের সেরা একাদশ সম্পর্কে সচেতন হওয়া উচিত কেননা, আমরা ৬ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলব।’

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন আফ্রিদি, উসামা মীর, উসমান খান, জামান খান।

সম্পর্কিত খবর