শাহিনের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন বাবর

শাহিনের সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন বাবর

গেল বিশ্বকাপের পর পাকিস্তান জাতীয় দলের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। এরপর টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। যদিও তার স্থায়িত্ব ছিল মোটে এক সিরিজ। এরপরই আবার বাবর আজমকে ফেরানো হয়েছে সাদা বলের নেতৃত্বে। 

অধিনায়কত্ব পেয়েও তা হারিয়ে ফেলার পর শাহিনের ফেসবুক পোস্ট, তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আচরণ ইঙ্গিত দিচ্ছিল বাবর আর শাহিনের মধ্যকার দূরত্বের। তবে সেসব এবার উড়িয়েই দিয়েছেন পাক অধিনায়ক বাবর। জানিয়েছেন, তাদের মাঝে কোনো সমস্যা নেই। পাকিস্তান ক্রিকেটের উন্নতির লক্ষ্যে দুজনই একে অপরকে সাহায্য করছেন।

মূলত দুজনের মধ্যকার দূরত্বের আভাস মিলছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের অদ্ভুত আচরণের কারণে। বাবর নতুন করে অধিনায়ক হওয়ার পর নিজেদের বিবৃতিতে শাহিনের একটা বক্তব্য জুড়ে দেয় পিসিবি। পরে পাক সংবাদ মাধ্যমে তার কাছের এক সূত্র জানায়, এমন কিছু শাহিন বলেনইনি! এরপর থেকেই গুঞ্জন ডালপালা মেলতে থাকে।

তবে প্রথম টি-টোয়েন্টি সিরিজের আগে সে ডালপালা ছেঁটে দেওয়ার চেষ্টা করলেন বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তিনি জানালেন, ‘আমি আগেই পরিষ্কার করে দিতে চাই, শাহিনের সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়, অনেক আগের। আমরা যে কোনো পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করি। আমাদের লক্ষ্য হচ্ছে পাকিস্তানকে সবার ওপরে জায়গা দেওয়া, কীভাবে পাকিস্তানের নামের ওপর আলোটা আনা যায়, সে চেষ্টাটা করা। আমরা ব্যক্তিগত গৌরবের কথা ভাবি না। সৌভাগ্যক্রমে, এইসব বিষয়ের আমার দলে কোনো অস্তিত্বই নেই।’

সম্পর্কিত খবর