যুক্তরাষ্ট্রে যাবেন ধোনি, বিশ্বকাপ দল নিয়ে রোহিত

যুক্তরাষ্ট্রে যাবেন ধোনি, বিশ্বকাপ দল নিয়ে রোহিত

আন্তর্জাতিক ক্রিকেটকে বহু আগেই বিদায় জানিয়ে দিয়েছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি। তবে খেলা চালিয়ে যাচ্ছেন আইপিএলে। খেলছেন ক্যারিয়ারের শেষ আইপিএল। আর এখানটাতে যেই ফর্মে আছেন তিনি; তাতে ধোনি ভক্তদের চাওয়া অবসর ভেঙে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলুক ধোনি। আর তাতে যদি ঘোচে ভারতের শিরোপা খরা।

আইপিএলে নিজের সবশেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ধোনি। শেষ ওভারে মাত্র ৪ বল খেলতে নেমে করেছেন ২২ রান। শেষ পর্যন্ত সেটিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যেই ম্যাচটি মাঠে থেকে প্রতিপক্ষ হিসেবে দেখেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাই তার কাছেই প্রশ্ন ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে দেখেন কিনা তিনি।

রোহিত উত্তরে বলেন, ‘আমার মনে হয়, ওয়েস্ট ইন্ডিজে আসার জন্য ধোনিকে নিশ্চিত করা কঠিন হবে। ওহ, তিনি কিছুটা অসুস্থ এবং ক্লান্ত। তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, যদিও সেটা অন্য কারণে। তিনি এখন গলফের সাথে জড়িত, তাই সম্ভবত তিনি গলফ খেলতে সেখানে যাবেন, এটা অবশ্য আমার অনুমান।’

চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে শেষবারের মতো আইপিএল খেলতে নামা ভারতের আরেক উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক। সবশেষ দুই ম্যাচেই ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন ডিকে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কার্তিককে জায়গা দেওয়ার দাবি উঠেছে। অধিনায়ক রোহিত কার্তিককে বিশ্বকাপ খেলতে রাজি করাবেন কিনা; এমন প্রশ্নও ছিল তার কাছে।

উত্তরে রোহিত বলেন, ‘তার ব্যাটিং দেখে বেশ মুগ্ধ হয়েছি। যেভাবে সে কয়েক ম্যাচ ধরে ব্যাট করছে তা দারুণ। হ্যাঁ, ডিকেকে বোঝানো সহজ হবে, আমার ধারণা।’

সম্পর্কিত খবর