রেকর্ড রান তাড়া করে প্রোটিয়াদের হারাল শ্রীলঙ্কার মেয়েরা 

রেকর্ড রান তাড়া করে প্রোটিয়াদের হারাল শ্রীলঙ্কার মেয়েরা 

পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ৪৯৮ রানের। সেই তুলনায় নারীরাও কম না। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ২০১৮ সালে ৪৯১ রান করেছিল নিউজিল্যান্ডের মেয়েরা। যা নারীদের ওয়ানডেতে এখন পর্যন্ত। এমনকি চারশ পেরোনো দলীয় সংগ্রহ মোট পাঁচবার দেখেছে নারীদের ক্রিকেট। তবে তিনশ পেরোনো লক্ষ্য তাড়া করে এখন পর্যন্ত জিতেছিল না কোনো দল। এবার সেই তালিকায় উঠল নাম। নারীদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো তিনশ পেরোনো লক্ষ্য তাড়া করে জিতল কোনো দল। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের সামনে ৩০২ রানের বড় লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা। সেই রান ৩৩ বল ও ৬ উইকেটে হাতে রেখেই তুলে ফেলে স্বাগতিকরা। ৬ উইকেটের এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রেখে শেষ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। 

ম্যাচটি দেখেছে বিধ্বংসী দুটি ব্যক্তিগত ইনিংস। আগের ব্যাট করতে নামা প্রোটিয়া ব্যাটার লরা উলভার্ট খেলেন ১৪৭ বলে ১৮৪ রানের অসাধারণ এক ইনিংস। যা ইনিংস শেষে ছিল নারী ওয়ানডে ক্রিকেটে হয়েছিল চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে তা নেমে গেল পঞ্চমে। কারণ রাণ তাড়ার ইনিংসে উলভার্টকে ছাপিয়ে যান শ্রীলঙ্কান ওপেনার ও অধিনায়ক চামারি আতাপাত্তু। তিনি খেলেন ১৩৯ বলে ১৯৫ রানে অপরাজিত ইনিংস। আর এতেই রেকর্ড রান তাড়া করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। 

এর আগে এক যুগ আগে ২০১২ সালে নিউজিল্যান্ডের দাঁড় করানো ২৮৮ রানের লক্ষ্য তুলে নেয় অস্ট্রেলিয়া। যা এতদিন ছিল নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এক যুগ পর এসে সেই রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা।  

রেকর্ড রান তাড়ার জয় ছাড়াও অসাধারণ এই ম্যাচটিতে হয়েছে একাধিক রেকর্ড। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো। 

রান তাড়ায় সর্বোচ্চ রানের ইনিংস

আত্তাপাতুর অপরাজিত ১৯৫ রানের এই ইনিংস নারীদের ওয়ানডেতে রান তাড়ার ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের ইনিংস। নারী-পুরুষ ওয়ানডে মিলিয়ে আত্তাপাতুর আগে কেবল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। গত বছরের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য সেই জয়ের ম্যাচে ২০১ রান করেছিলেন এই অজি ব্যাটার। 

রান তাড়ায় সবচেয়ে বেশি ব্যক্তিগত চারের রেকর্ড

আত্তাপাতু ম্যাচটিতে ৫টি ছক্কা ছাড়াও চার মেয়েছেন ২৬টি। যা রান তাড়ায় সর্বোচ্চ। এর আগে ২১ চার নিয়ে রেকর্ডটি ধরে রেখেছিলেন অজি তারকা মেগ ল্যানিং। 

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড

আত্তাপাতুর ১৯৫ রানের ইনিংসটি শ্রীলঙ্কার নারী ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ওয়ানডে ব্যক্তিগত ইনিংস। এদিকে উলভার্টের ১৮৪ রান দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। 

ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে দুটি ১৭৫ ঊর্ধ্বের ইনিংস

নারী-পুরুষ মিলিয়ে নারীদের ১৩৮০তম এই ওয়ানডে ম্যাচে ক্রিকেট বিশ্ব এক ম্যাচে দেখল দুটি ১৭৫ ঊর্ধ্ব রানের ইনিংস। 

দুই অধিনায়ক মিলিয়ে সর্বোচ্চ রানের ইনিংস

মজার ব্যাপার হলো আত্তাপাতু ও উলভার্ট দুই দলের অধিনায়ক। ম্যাচে তাদের মোট রান ৩৭৯। যা পুরো ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দুই দলের দুই অধিনায়কের করা মোট রানের তালিকায় সর্বোচ্চ। তালিকায় পরের জোড়া ভারতের বিরাট কোহলি ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের, ২৭৮ রানের। ২০১৪ সালে দুজনই সমান ১৩৯ রানের ইনিংস খেলেছিলেন। এবার আত্তাপাতু ও উলভার্ট করলেন তাদের চেয়ে ১০১ রান বেশি। 

সম্পর্কিত খবর