সবার আগে দেশ, মুস্তাফিজ ইস্যুতে বললেন সুজন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ প্রস্তুতি হিসেবে খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজের জন্য আইপিএলের মাঝপথে ফিরতে হবে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করা মুস্তাফিজুর রহমানকে।
মুস্তাফিজের দেশে ফেরা নিয়ে বিসিবি পরিচালকরাই রীতিমতো দ্বিধাবিভক্ত। পরিচালক আকরাম খান জানিয়েছিলেন আইপিএলে খেললেই ভালো হতো মুস্তাফিজের। এরপর ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস তার জবাব দেন।
আজও সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে রইল মুস্তাফিজের ফেরাটাই। আবাহনী কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, ‘দিনশেষে আমার বিশ্বাস, দেশকেই আগে রাখা উচিত। মুস্তাফিজ যদি পুরো আইপিএলে খেলতে পারত, তাহলে আমি খুশিই হতাম। তখন যদি জাতীয় দলের খেলা না থাকত, তাহলে কোনো সমস্যা ছিল না।’
বিশ্বকাপের আগে শুধু বাংলাদেশেরই ব্যস্ততা নেই, আছে পাকিস্তান নিউজিল্যান্ডেরও। আইপিএলের জন্য কিউই বেশ কিছু ক্রিকেটারকে ছাড়া নিউজিল্যান্ড খেলবে পাকিস্তানের বিপক্ষে। সে প্রসঙ্গ টেনে মুস্তাফিজের দেশে ফেরাটাকে প্রশ্নবিদ্ধ করছেন অনেকেই।
তবে সুজন জানালেন মুস্তাফিজের গুরুত্বের কারণেই মূলত তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন, নিউজিল্যান্ড তো আইপিএলের ক্রিকেটারদের ছাড়াই খেলছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, মুস্তাফিজের মতো বোলার আমাদের ১০-১২টা নেই!’
গতকাল জালাল ইউনুস বলেছিলেন, ‘মুস্তাফিজের আইপিএল খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং তার থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে।’ এরপর থেকেই তিনি বিদ্ধ হচ্ছেন সমালোচনার তিরে। কোচ মোহাম্মদ সালাউদ্দিন তো ‘সেরা কৌতুক’ বলেও ঠাট্টা করেছেন এ নিয়ে! তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বক্তব্যটি নিয়ে করা গণমাধ্যমের ফটো কার্ড নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ঠাট্টাচ্ছলে লিখেছেন, ‘এর চেয়ে ভালো কিছু আশা করিনি। দুর্দান্ত চিন্তাভাবনা। এখন পর্যন্ত শোনা সেরা জোক। আল্লাহ মাফ করো।’
তবে খালেদ মাহমুদ সুজন পাশে দাঁড়ালেন জালালের। তার অভিমত, জালাল ইউনুসের বক্তব্যটাকে ভুলভাবে বোঝা হয়েছে। তিনি বলেন, ‘আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। হয়তো তিনি ওভাবে বলতে চাননি বিষয়টা। হয়তো তিনি এটা বুঝাতে চেয়েছেন যে, মুস্তাফিজ অনেক বছর ধরে খেলছে, তানজিম হাসান সাকিবের মতো তরুণ বোলার নয়, বিশ্ব ক্রিকেটেও সে অনেক বড় নাম। তাই তরুণ ভারতীয় ক্রিকেটাররা তার কাছ থেকে শিখতে পারবেন। তিনি হয়তো এই অ্যাঙ্গেল থেকে বিষয়টা বুঝাতে চেয়েছেন।’