তামিমের নেতৃত্ব ছাড়ার দিনে মুশফিকের ৭১, জিতল প্রাইম ব্যাংক
ডিপিএলে ভিন্ন ভিন্ন ম্যাচে সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ফতুল্লায় মুশফিকের ৭১ রানের সুবাদে গাজী টায়ার্স ক্রিকেট ক্লাবকে ২৭০ রানের টার্গেট দেয় প্রাইম ব্যাংক। জবাবে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্স। এদিকে বিকেএসপিতে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬৭ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ইরফান শুক্কুর।
ফতুল্লায় এদিন প্রাইম ব্যাংকে নেতৃত্ব দিতে দেখা যায়নি তামিম ইকবালকে। তার বদলি দলকে নেতৃত্ব দিয়েছেন জাকির হাসান। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংকের টপ অর্ডার ব্যাটারদের প্রায় সবাই রান পেলেই ইনিংসটাকে লম্বা করতে পারেননি কেউই। পরে মুশফিক এসে যোগ দেন রান তোলায়। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মুশফিক এদিন অবশ্য সেঞ্চুরির কাছে গিয়ে মিস করেছেন। ফেরার আগে করেছেন ৬৯ বলে ৭১ রান। এরপর শেষ দিকে আশিকুর জামানের ৩৬ রানের সুবাদে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২৬৯ রানের শক্ত ভিত পায় প্রাইম ব্যাংক।
জবাব দিতে নেমে সুবিধা করতে পারেনি গাজী টায়ার্সের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে তাদের উইকেট তুলেছে হাসান মাহমুদ ও শেখ মাহেদীরা। তাদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি দলের কোনো ব্যাটার। গুঁটিয়ে গেছে মাত্র ১২৮ রানে। তাতে ১৪১ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি।
প্রাইম ব্যাংকের হয়ে ২৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। অন্যদিকে মাহেদীর শিকার ৪ উইকেট।
দিনের আরেক ম্যাচে বিকেএসপিতে শুরুতে ব্যাট করতে নেমে রূপগঞ্জকে ২৫৭ রানের টার্গেট ছুড়ে দেয় শাইনপুকুর। দলের হয়ে ৮৮ বলে ১০৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইরফান শুক্কুর। এদিন মোট ৪টি রান আউট হয়েছে শাইনপুকুরের ব্যাটাররা।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রূপগঞ্জ। শেষদিকে আবদুল হালিম ৬০ ও আল আমিন হোসেন ২২ রানে অপরাজিত থাকলেও শুরুর দিকের ব্যাটারদের ব্যর্থতায় ৬৭ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে তাদের।