ডিপিএলে আর খেলবেন না সাকিব
এবারের ডিপিএলে সাকিব আল হাসান খেলেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। শিরোপার লড়াইয়ে থাকা এই দলের হয়ে তিন ম্যাচে খেলেছেন তিনি। তবে এখানেই যবনিকা পড়ে যাচ্ছে তার এবারের ডিপিএল যাত্রায়। চলতি মৌসুমে আর ডিপিএলে খেলবেন না তিনি।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে নেহায়েত মন্দ সময় কাটেনি তার। ছয় ম্যাচে ব্যাট হাতে করেছেন ১০৬ রান, গড় ৩৫.৩৪, তাতে আছে একটা ফিফটি। আর বল হাতে উইকেট পেয়েছেন প্রতি ম্যাচেই, তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট; এখানেও গড়টা ঈর্ষণীয়, ১৬.৬৬।
তবে এই পরিসংখ্যানে আর কোনো রান-উইকেট যোগ হচ্ছে না তার। দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী এই লিস্ট এ টুর্নামেন্টে এ বছরের মতো নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন তিনি।
বিষয়টি দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে নিশ্চিত করেছেন শেখ জামালের এক কর্মকর্তা। তিনি বলেন, ‘সাকিব এই মৌসুমে আর আমাদের সঙ্গে খেলবে না। তবে আমরা ১০ ম্যাচের ৮টাতেই জিতেছি, ফলে এ নিয়ে খুব একটা ভাবছি না। সাকিব আমাদের হয়ে খেলেছে মাত্র তিন ম্যাচে। তার অভিজ্ঞতাটাকে আমরা মিস করব বেশ। তবে তাকে ছাড়াও মানিয়ে নিতে পারব বলে আশা করি আমরা।’
তবে শেখ জামালের সঙ্গে এখানেই সাকিবের যাত্রা শেষ নয়। দলটার সঙ্গে সাকিবের চুক্তিটা দুই বছরের। ফলে আগামী মৌসুমেও তার সার্ভিস পাবে ডিপিএলের এই দল।