অনূর্ধ্ব-১৫ নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু শুক্রবার

অনূর্ধ্ব-১৫ নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু শুক্রবার

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাল শুক্রবার মাঠে গড়াচ্ছে শেখ হাসিনা বিভাগ ভিত্তিক অনূর্ধ্ব-১৫ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, তেরোখাদিয়ায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

১৯ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ আনিসুর রহমান, ডিআইজি, রাজশাহী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিলসাদ জাহান, সভানেত্রী, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা ও খালেদ মাসুদ পাইলট, সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

২০ এপ্রিল (শনিবার) বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট এর বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী জেলা ও শাহীন আক্তার রেনী, সহ-সভানেত্রী, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্ট এ রাজশাহী বিভাগের অর্ন্তভূক্ত পদ্মা, যমুনা, আত্রাই ও মহানন্দা দলের ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

সম্পর্কিত খবর