হাবিবুরের সেঞ্চুরিতে সুপার লিগে গাজী, বাদ মাশরাফির রূপগঞ্জ

হাবিবুরের সেঞ্চুরিতে সুপার লিগে গাজী, বাদ মাশরাফির রূপগঞ্জ

এবারের ডিপিএলে শীর্ষ ৬ দল খেলবে সুপার লিগ। যা নির্ধারণ হবে ১১ ম্যাচ শেষ পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থানের ভিত্তিতে। পাঁচটি দল আগেই সুপার লিগ নিশ্চিত করে ফেললেও, বাকি একটি স্থানের জন্য লড়াইটা চলছিল মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যে।

রূপগঞ্জ নিজেদের শেষ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বসলে সমীকরণ অনেকটাই সহজ হয়ে যায় গাজী গ্রুপের। সমীকরণ মেলাতে শেষ ম্যাচে জয় না পেলেও রান রেটে এগিয়ে থাকতে হতো তাদের। তবে সেই হিসেবে যায়নি গাজী গ্রুপ। সিটি ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানে জিতে সুপার লিগ নিশ্চিত করেছে দলটি। ম্যাচে ৮১ বলে ১০২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন হাবিবুর রহমান সোহান।

ফতুল্লায় সুপার লিগ নিশ্চিতের ম্যাচে শুরুতে বল করতে নেমে সিটি ক্লাবকে শুরু থেকেই চাপে রেখেছে গাজী গ্রুপের বোলাররা। বেধে ফেলেছে মাত্র ১৮০ রানে। সিটি ক্লাবের হয়ে সর্বোচ্চ ৩৮ রান এসেছে হাসানুজ্জামানের ব্যাট থেকে। গাজী গ্রুপের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন রুয়েল মিয়া। ২টি করে উইকেট নিয়েছেন হুসনা হাবিব, আবদুল গাফ্ফার ও মঈন খান।

সহজ লক্ষ্যে শুরুতে গাজীর অধিনায়ক মেহেদী মারুফ ফিরলেও দলকে জয়ের পথে নিয়ে যান আনিসুল ইসলাম ইমন ও হাবিবুর রহমান সোহান। এই জুটিতেই ম্যাচ জয়ের কাছে চলে যায় গাজী। ৫০ বলে ৬১ রান করে ইমন ফিরলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন সোহান। শেষ পর্যন্ত এই ব্যাটার অপরাজিত ছিলেন ৮১ বলে ১০২ রানে। তাতে সিটি ক্লাবের দেওয়া লক্ষ্য ১৫৫ বল ও ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় গাজী গ্রুপ। নিশ্চিত হয় সুপার লিগ।

গাজী গ্রুপ ছাড়া সুপার সিক্স নিশ্চিত করা বাকি পাঁচটি দল হলো, আবাহনী লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

সম্পর্কিত খবর