নারিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখছেন বিশপ

নারিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখছেন বিশপ

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দেশের হয়ে খেলতে আগ্রহী নয় দলটির তারকা ক্রিকেটাররা। ক্যারিবীয় ক্রিকেটের এমন অবস্থা দেখে দুঃখ পান দেশটির সাবেক ক্রিকেটাররা। এরমধ্যেই আরেকটি বিশ্বকাপ এসে হাজির। সেটির আবার আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। আর তাই এই বিশ্বকাপ ঘিরে শিরোপা জয়ের স্বপ্নই দেখছে দলটি। যেখানে চলমান আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা সুনীল নারিনের দিকে তাকিয়ে অনেকেই। যাদের মধ্যে একজন দেশটির সাবেক ক্রিকেটার ইয়ান বিশপও।

দীর্ঘ ক্যারিয়ারে কখনো সেঞ্চুরি না পাওয়া নারিন অবশেষে সেঞ্চুরি আক্ষেপ ঘুচিয়েছেন নিজের সবশেষ ম্যাচেই। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতার হয়ে খেলেছেন ৫৬ বলে ১০৯ রানের অনবদ্য এক ইনিংস। এর বাইরেও এক ম্যাচে করেছেন ৮৫ রান। পাশাপাশি বল হাতেও নিয়মিত উইকেট পাচ্ছেন। যা দেখে মুগ্ধ বিশপ।

নারিনের ব্যাটিং দেখে বিশপ বলেন, ‘এই আইপিএলে ব্যাটিংয়ে তার ধারাবাহিকতা দেখে আমি আনন্দিত ও বিস্মিত। এটি একটি বোনাস।’

নারিন অবসর ভেঙে নিজেকে উন্মুক্ত করলে টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকবেন সেটা জানিয়েছেন বিশপ। বলেন, ‘যদি সে নিজেকে অ্যাভেইলেভল ঘোষণা করে এবং তাকে নির্বাচিত করা হয়, তবে সে সরাসরি বিশ্বকাপ দলে থাকবে। তার প্রমাণ করার কিছু নেই, সে নিজেকে প্রমাণ করেছে গত ১৫ বছর বা এক দশক ধরে। যদি নারিনকে পাওয়া যায়, তবে সে দলকে সে উপকৃত করতে পারে।’

সম্পর্কিত খবর