বিশ্বকাপ খেলতে যা করা সম্ভব তার সবই করব: কার্তিক
বয়সটা ৩৮। দীনেশ কার্তিক অবস্থান করছেন ক্যারিয়ারের গোধূলি লগ্নে। সম্ভবত খেলছেন নিজের ক্যারিয়ারের শেষ আইপিএল। এরপর ক্রিকেট পরবর্তী জীবনে কি করবেন ঠিক করে ফেলেছেন সেটিও। ধারাভাষ্য দিচ্ছেন নিয়মিতই। তবে শেষের আগে আরেকটা আক্ষেপ দূর করতে চান তিনি।
ভারতের হয়ে খেলতে চান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এর জন্য প্রয়োজনে যা যা করা সম্ভব করতে চান সবকিছুই। কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে শনিবার আরসিবির ডিকে ঘোষণা দিয়েছেন এমনটাই।
চলতি আইপিএলটা দুর্দান্ত কাটছে ডিকের। এখন পর্যন্ত ২২৬ রান করেছেন, যা তার দল আরসিবির তৃতীয় সর্বোচ্চ। আর সেটাও করেছেন ৬,৭ ও ৮ নম্বরে ব্যাট করতে নেমে। এ সময় তার স্ট্রাইক রেট ২০৫.৪৫। সবশেষ নিজের খেলা দুই ম্যাচের দুটিতেই ফিফটি হাঁকিয়েছেন। ব্যাট হাতে রীতিমতো কচুকাটা করেছেন প্রতিপক্ষের বোলারদের। তার এমন ব্যাটিংয়ের পর দাবি উঠেছে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখার।
ডিকে নিজে এ ব্যাপারে কি ভাবছেন জানতে চাওয়া হয়েছিল সেটি। কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে ডিকে জানান, ‘জীবনের এই পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করা হবে আমার জন্য সবচেয়ে বড় কিছু। আমি খুবই আগ্রহী। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা ছাড়া আমার জীবনে বড় কোনো চাওয়া নেই।’
বিশ্বকাপ দলে থাকার জন্য যে সম্ভাব্য সবকিছু করবেন ডিকে জানিয়েছেন সেটিও। বলেন, ‘বিশ্বকাপের জন্য সেরা ভারতীয় দল কোনটি হওয়া উচিত তা নির্ধারণ করার জন্য তিনজন খুব বিচক্ষণ ও সৎ লোক রয়েছেন - রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং অজিত আগরকার। আমি সম্পূর্ণরূপে তাদের সাথে আছি। তারা যে সিদ্ধান্তই নেবে তাদের প্রতি আমার সম্মান থাকবে। আমি শুধু এটুকু বলতে পারি আমি ১০০ শতাংশ প্রস্তুত এবং বিশ্বকাপে যাওয়ার জন্য যা করা সম্ভব তার সবই আমি করব।’