ভারতকে প্রতিবেশীর হক মনে করালেন আফ্রিদি
ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। অথচ, ২০০৭ সালের পর এই দুই দেশ আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া কখনোই মুখোমুখি হয়নি। ফলে খেলা হয়নি টেস্ট ম্যাচ। যা নিয়ে দিন তিনেক আগেই আক্ষেপ ঝরে পরেছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললে সেটা দারুণ হবে বলে মত দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন তিনি নিজে কতটা মুখিয়ে আছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে। তার এমন কথায় বেশ খুশি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। রোহিতের এমন কথার পর ভারতকে প্রতিবেশীর হক আদায়ের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।
সবশেষ পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজনে বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত। তাদের দাবির কারণেই ভারতের ম্যাচগুলো সরিয়ে আনা হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। এশিয়া কাপ আয়োজন হয়েছিল হাইব্রিড মডেলে। এশিয়া কাপের পর এবার আসন্ন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। ভারত যে সেখানেও বাধ সাধবে তাও অনেকটা পরিষ্কার। এই অবস্থায় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে বেশ সন্দিহান দেশটি। আর এরমধ্যেই ভারতকে প্রতিবেশীর হক আদায় করতে বলেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে চান রোহিত, ভারত অধিনায়কের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আফ্রিদি বলেন, ‘ভারতীয় অধিনায়ক হিসেবে সে (রোহিত) খুব ইতিবাচক মন্তব্য করেছে। আমরা সবসময় পাকিস্তান-ভারত সম্পর্ক নিয়ে কথা বলি। অথচ খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা ভারতে যেতাম এবং সেখানে ক্রিকেট খেলতাম। আসলে ভালো সম্পর্ক বজায় রাখা প্রতিবেশীর হক।’
২০১৭ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৫ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স। আগের বিশ্ব রেকর্ডটা ছিল নটিংহামশায়ারের। ২০১৭ সালে ন্যাটওয়েস্ট টি–টোয়েন্টি ব্ল্যাস্টে ডারহামের বিপক্ষে প্রথম ৬ ওভারে ১০৬ রান তুলেছিল নটিংহামশায়ার।