রিজওয়ানের রেকর্ড, কিউইদের বিপক্ষে সহজ জয় পাকিস্তানের
ঘরের মাঠে সিরিজের আগে ম্যাচে প্রায় চার বছর পর জাতীয় দলে ফেরেন মোহাম্মদ আমির। তবে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেই ম্যাচে একটি বলও করা হয়নি এই তারকা পেসারের। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ফেরার ম্যাচেই চেনালেন নিজের জাত। তাকে সঙ্গ দেন দলের আরেক বাঁহাতি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এই দুই পেসারের পেস তোপের মেলায় গত রাতের ম্যাচটিতে স্রেফ ৯০ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। মামুলি এই লক্ষ্যে পৌঁছাতে কোনো বেগই পেতে হয়নি স্বাগতিকদের। ৪৭ বলে হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় পায় পাকিস্তান।
এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাবর আজমের দল। ম্যাচটিতে পাকিস্তানের হয়ে দলীয় সর্বোচ্চ ৩৪ বলে অপরাজিত ৪৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। আর তাতেই রেকর্ড বনে যান এই উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এদিন দ্রুততম তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রিজওয়ান। আগের রেকর্ডটি যৌথভাবে ছিল বিরাট কোহলি ও বাবরের কাছে। তাদের ছাড়িয়ে ৭৯ ম্যাচেই এই কীর্তিতে পৌঁছালেন রিজওয়ান।
রাওয়ালপিন্ডিতে আগে টসে জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তান। সেখানে ১৮ ওভার ১ বলে ৯০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
লক্ষ্য সহজের কাতারে থাকলেও ইনিংসের একদম দ্বিতীয় বলেই ধাক্কা খায় স্বাগতিকরা। বেন লিস্টারকে চার মেরে ইনিংস শুরু করলেও পরের বলেই ফেরেন ওপেনার সাইম আইয়ুব। আরেক ওপেনার অধিনায়ক বাবরকে নিয়ে সেই চাপ অনায়াসেই সামাল দেন রিজওয়ান। বাবর ১৪ রান করে ফিরলেও শেষ পর্যন্ত টিকে দলকে জয়ের বন্দরে পৌঁছিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩ উইকেটে হারিয়ে ১২ ওভার ১ বলেই জয় তুলে নেয় পাকিস্তান।
এর আগে ব্যাট করতে নেমে আমির-আফ্রিদি পেসে ৩৫ রানেই সাজঘরে কিউইদের শুরুর তিন ব্যাটার। সেই চাপ থেকে আর সামলে উঠতে পারেনি মাইকেল ব্রেসওয়েলের দলটি। নিয়মিত বিরতিতে উইকেটে হারিয়ে ৯০ রানেই থামে তারা। সর্বোচ্চ ১৯ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে।
এদিকে পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন আমির, আবরার ও শাদাব। ৩ ওভার ১ বলে স্রেফ ১৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আফ্রিদি। এতে জেতেন ম্যাচসেরার খেতাবও।
একই মাঠে আজ (রোববার) সিরিজের তৃতীয় ম্যাচে নামবে দুই দল। সিরিজের শেষ দুই ম্যাচ লাহোরে, আগামী ২৫ ও ২৭ এপ্রিল।