চ্যাপম্যানের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় কিউইদের

চ্যাপম্যানের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় কিউইদের

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ভেস্তে যায় বৃষ্টিতে। পরের ম্যাচে পাকিস্তানের পেসারদের সামনে পাত্তাই পায়নি কিউইরা। কার্যত না পাওয়ারই কথা। মূল দলের ক্রিকেটাররা ব্যস্ত আইপিএলে। এতে দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তান সফরে আসে তাসমান দ্বীপপুঞ্জের দেশটি। সিরিজেই দ্বিতীয় ম্যাচে স্রেফ ৯০ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সেখানে ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। এতে গত রাতের সিরিজের তৃতীয় ম্যাচে ১৭৯ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে স্বাচ্ছন্দ্যেই ছিল বাবর আজমের দল। তবে মার্ক চ্যাপম্যানের অপরাজিত ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে এবার ৭ উইকেটের দাপুটে জয় পায় সফরকারীরা।

এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে স্বাগতিকরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ব্যাটারদের দলীয় নৈপুণ্যে জয়ের উদ্দেশ্যেই এগোতে থাকে কিউইরা। তবে ৬ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারালে চাপে পড়ে মাইকেল ব্রেসওয়েলের দলটি। তবে সেখানে ডিন ফক্সক্রফটকে নিয়ে চ্যাপম্যানের ১১৭ রানের অসাধারণ জুটিতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ফক্সক্রফট ৩১ রানে ফিরলেও ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৭ রানে অপরাজিত ছিলেন চ্যাপম্যান। জেতেন ম্যাচসেরার খেতাবও। সেখানে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি।

এদিকে এর আগে ব্যাট করতে নেমে আইয়ুবের ৩২, বাবরের ৩৭ এবং শাদাবের ৪১ রানের ইনিংসে চড়ে ১৭৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। কিউইদের মতো স্বাগতিকদের দলও দেখল ব্যাটিং নৈপুণ্য। তবে আগের ম্যাচের দাপুটে বোলিং করা পেসাররা এ ম্যাচে ছিলেন ধারহীন।

সিরিজের পরের ম্যাচটি আগামী ২৫ এপ্রিল, লাহোরে। একই মাঠে পঞ্চম ও শেষ ম্যাচটি আগামী ২৭ এপ্রিল।

সম্পর্কিত খবর