তামিমদের উড়িয়ে সুপার লিগে উড়ন্ত সূচনা আবাহনীর
ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা। এবার শিরোপাজয়ের মিশনেও সবার চেয়ে এগিয়ে আছে আবাহনী লিমিটেডই। লিগ পর্যায়ের সব ম্যাচে জিতে তারা সবার আগে চলে এসেছিল সুপার লিগে। এবার সুপার লিগেও তাদের শুরুটা হলো দুর্দান্ত। তামিম ইকবালের প্রাইম ব্যাংককে তারা হারিয়েছে ৫ উইকেটে, ১১.৩ ওভার হাতে রেখে।
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ প্রাইম ব্যাংকের শুরুটাই হয়েছিল বেশ নড়বড়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামের তোপের মুখে পড়ে দলটা। তামিম ১০ বলে এক রান করে তাসকিনের শিকার বনেন। তবে তিনিই প্রাইম ব্যাংকের বিদায়ী প্রথম ব্যাটার নন। তার আগে পারভেজ হোসেন ইমন বিদায় নেন রানের খাতা খোলার আগেই, শাহাদাত হোসেন দীপু বিদায় নেন ৪ রান করে। দুজনকেই সাজঘরের পথ দেখান শরিফুল ইসলাম। এরপর তামিমও যখন ফিরলেন, তখন ৫ রানে ৩ উইকেট খুইয়ে প্রাইম ব্যাংক রীতিমতো কাঁপছে।
সেখান থেকে দলটা নিস্তার পায় জাকির হাসান আর মুশফিকুর রহিমের ১১২ রানের জুটিতে ভর করে। ৪৪ রান করা মুশফিককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তানভির ইসলাম। একটু পরই ইনিংস সর্বোচ্চ ৬৮ রান করে জাকির হাসানকে বিদায় করেন সাইফউদ্দিন। এরপর থেকে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১৭৮ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। শরীফুল নেন ৩ উইকেট, তাসকিন, তানভির আর মোসাদ্দেক হোসেন নেন ২টি করে উইকেট।
জবাবে আবাহনী শুরুতেই খুইয়ে বসে এনামুল হক বিজয়কে। দলীয় ৩৫ রানে তাকে খোয়ানোর পর লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত গড়েন ৫২ রানের জুটি। শান্ত ফিরলেও লিটন ছিলেন শেষ পর্যন্ত। ১০৬ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই ফিরেছেন। তবে আবাহনীর জয়টা ত্বরান্বিত হয়েছে পাঁচে নামা তাওহীদ হৃদয়ের ব্যাটে চড়ে। ৫৫ রান করেছেন তিনি ২৭ বল খেলে। আবাহনী তাই ম্যাচটা জেতে ৫ উইকেট আর ৬৯ বল হাতে রেখে।