রিয়াদ-অঙ্কনের ব্যাটে শেখ জামালকে হারাল মোহামেডান

রিয়াদ-অঙ্কনের ব্যাটে শেখ জামালকে হারাল মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে শুভসূচনা করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম রাউন্ডে দলটা শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে ৫ উইকেটে। সাইফ হাসান এবং তাইবুর রহমানের সেঞ্চুরিতে ভর করে শেখ জামাল ২ উইকেট খুইয়ে ২৫৯ রানের মাঝারি পুঁজি পায়। তবে সেটা ম্লান হয়ে গেছে মাহিদুল ইসলাম অঙ্কন এবং মাহমুদউল্লাহ রিয়াদের সামনে। অঙ্কন করেছেন সেঞ্চুরি, রিয়াদ অপরাজিত ছিলেন ৮৭ রানে। তাতে ভর করেই দারুণ জয় তুলে নিয়েছে মোহামেডান।  

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান দিনের শুরুটা ভালোভাবেই করে। টসে জিতে ব্যাট করতে পাঠায় শেখ জামালকে। এরপর ৩৭ রানেই মোহামেডান তুলে নেয় প্রতিপক্ষের ২ উইকেট। পুরো ইনিংসে সেই দুই উইকেটই খুইয়েছে শেখ জামাল।

এরপর শুরু সাইফ হাসান আর তাইবুর রহমানের জুটির। তাদের ব্যাটে চড়ে শেখ জামাল প্রাথমিক ধাক্কাটা সামলায়। তবে মন্থর ব্যাটিংটা শেষ পর্যন্ত করে গেছেন দুজনে। সাইফ আহত অবসর হয়ে উঠে যাওয়ার আগে ১২০ রান করেন ১৪৬ বল খেলে। ওপাশে তাইবুর করেন ১১৪ বলে ১০২ রান। ফলে ৫০ ওভারে ২ উইকেট খোয়ালেও শেখ জামাল তুলতে পারে স্রেফ ২৫৯ রান। 

জবাবে দলীয় ৩৫ রানে মোহামেডান খুইয়ে বসে ইমরুল কায়েসকে। ৭০ না পেরোতে রুবেল মিয়া আর রনি তালুকদারও বিদায় নেন। মোহামেডান খানিকটা বিপাকেই পড়ে যায় তাতে। এরপরই শুরু মাহিদুল ইসলাম অঙ্কন আর মাহমুদউল্লাহ রিয়াদ শো’র। 

শুরুতে সতর্ক ব্যাটিংয়ে দলকে বিপদমুক্ত করেন। এরপর সাবলীল ব্যাটিংয়ে দলকে একটু একটু করে নিয়ে গেছেন জয়ের আরও কাছে। ১২০ বলে অঙ্কন ছুঁয়ে ফেলেন ফিফটি। তবে তিনি ফিরেছেন তার একটু পরই। ১২২ বলে ১০১ রান করে ফেরেন তিনি। তখন অবশ্য জয়ের একেবারে কাছেই চলে গেছে মোহামেডান। 

ওপাশে মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। ৮৮ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। ২ বল বাকি মোহামেডান জেতে ৫ উইকেটের ব্যবধানে।

সম্পর্কিত খবর