বাংলাদেশের মাটিতে নতুন টাইগার কোচ

বাংলাদেশের মাটিতে নতুন টাইগার কোচ

গত সপ্তাহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে নিযুক্ত করেছে বিসিবি। গতকাল (সোমবার) বিকেলের দিকে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছেন তিনি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তার চুক্তির মেয়াদ ধরা হয়েছে।

১৯৯২ সালে পাকিস্তান দল তাদের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। সে আসর জয়ের অন্যতম নায়কই ছিলেন এই মুশতাক আহমেদ। ২০০৩ সালের এক ইংলিশ মৌসুমে তিনি পাঁচ বছরের মধ্যে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে এবং টেস্ট মিলিয়ে তার নামে মোট ৩৪৬টি উইকেট আছে। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি শিকার করেছেন ১৪০৭টি উইকেট।

নতুন এই টাইগার স্পিন বোলিং কোচ বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে বলেন, ‘বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হওয়া আমার জন্য অনেক বেশি সম্মানের। আমি আমার দায়িত্ব পালনের দিকে পুরো মনোযোগ দিচ্ছি এবং নিজের অর্জিত অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যেও ছড়িয়ে দিতে চাই। আমি সবসময়ই বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দলগুলোর মধ্যে একটি।‘

এর আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মুশতাক। এবার বাংলাদেশকে নিয়েও বেশ আত্মবিশ্বাসী তিনি, ‘তারা যেকোনো দলকেই হারাতে পারে কারণ তাদের সেই সামর্থ্য, সম্পদ ও প্রতিভা আছে। আমি চেষ্টা করব আমার এই বিশ্বাসটা তাদের মাঝেও ছড়িয়ে দিতে। বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত।’

সম্পর্কিত খবর