অনুশীলনে রাজশাহী, আজ পারিশ্রমিক না পেলে ফ্র্যাঞ্চাইজি বাতিল

অনুশীলনে রাজশাহী, আজ পারিশ্রমিক না পেলে ফ্র্যাঞ্চাইজি বাতিল

পারিশ্রমিকের পূর্ব প্রতিশ্রুত ৫০ ভাগ অর্থ পাওয়ার নিশ্চয়তা পেয়ে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলনে ফিরলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে গতকাল বুধবার সভার পর খেলোয়াড়দের বেতন সমস্যার সমাধানের পথে হাঁটল ফ্র্যাঞ্চাজিটি।

টুর্নামেন্ট ম্যানেজমেন্টে নতুন হওয়ায় বেতন নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিলো জানিয়ে বিপিএল দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি জানান, ‘গতকাল (বুধবার) আমাদের বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে একটি খুবই সৌহার্দপূর্ণ সভা হয়েছে এবং তিনি আমাদের মালিকের সঙ্গে কথা বলেছেন। তিনি আজকের মধ্যে ২৫ শতাংশ বেতন নগদে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ১৯ তারিখ ২৫ শতাংশ পরিশোধ করবেন। আজকের মধ্যে ৫০ শতাংশ পেমেন্ট নিষ্পত্তি হয়ে যাবে।’

মেহরাব হোসেন অপি আরও বলেন, ‘যদি আমরা আরও সুশৃঙ্খল হতাম, তবে এটি সুন্দর দেখাতো। এটি আমাদের জন্য একটি শেখার অভিজ্ঞতা, কারণ আমরা একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। আগামী দিনে এ ধরনের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সবাইকে সতর্ক থাকা উচিত।’

এদিকে এই পরিস্থিতিতে কঠোর অবস্থানে বিসিবি। তারা সাফ জানিয়ে দিয়েছে আজ বৃহস্পতিবারের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক না দিলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল হবে। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নেবে বিসিবি।

আগামীকাল শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নামবে দুর্বার রাজশাহী। পরের ম্যাচ ১৯ তারিখে খুলনা টাইগার্সের সঙ্গে। এরপর ২০ ও ২৩ তারিখের দুটি ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্বের শেষ টানবে তারা।

সম্পর্কিত খবর