মুস্তাফিজের বিদায়ে দুঃখ পাবেন চেন্নাইয়ের কোচ

মুস্তাফিজের বিদায়ে দুঃখ পাবেন চেন্নাইয়ের কোচ

চলতি আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে আজ ঘরের মাঠে লক্ষ্ণৌয়ের বিপক্ষে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচ লক্ষ্ণৌয়ের সঙ্গে হেরেছিল ধোনি-মুস্তাফিজের দল, আজ তাই জেতার উদ্দেশ্যেই মাঠে নামবে তারা। এই ম্যাচেই খুব সম্ভবত আইপিএলের এবারের আসরে শেষবারে মতো মাঠে নামছেন টাইগার পেসার মুস্তাফিজ।

কারণ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন তিনি। আইপিএলে এত দুর্দান্ত ফর্মে থাকা ফিজের এমনভাবে বিদায় নেওয়াকে দুঃখজনক বলে মনে করছেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি।

লক্ষ্ণৌয়ের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘মুস্তাফিজের স্লোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন, বিশেষ করে চেন্নাইয়ের মাঠে। যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব। কিন্তু তার দেশ তাকে ডাকছে। সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে রাখতে চাই। আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত।‘

১ মে পর্যন্ত আইপিএলের খেলার অনুমতি আছে মুস্তাফিজের কাছে। কিন্তু আজই চেন্নাইয়ের মাঠে তার শেষ ম্যাচটি খেলে তিনি দেশে ফেরত আসবেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর