লেস্টারে হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতির
২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের জার্সিতে খেলার সকল আনুষ্ঠানিকতা সেরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরি। তারই ধারবাহিকতায় এবার বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন তিনি। তার আগে হামজার সঙ্গে দেখা হয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের।
ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে গতকাল স্থানীয় সময় সন্ধ্য সাড়ে সাতটায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামে হামজার লেস্টার সিটি। সেখানে ম্যাচের পরে হামজার সঙ্গে সাক্ষাৎ সারেন বাফুফে প্রধান। তার সঙ্গে ছিলেন বাফুফের নিবার্হী সদস্য ইমতিয়াজ হামিদ।
কয়েকদিন আগে লন্ডনে যান তাবিথ আউয়াল। সেখান থেকেই লাল-সবুজের জার্সি গায়ে হামজার খেলার আগেই সৌজন্য সাক্ষাৎ করতে ২ ঘন্টার পথ পাড়ি দিয়ে লেস্টার ছুটে যান সদ্য দায়িত্ব নেওয়া বাফুফে প্রধান।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরি গত ডিসেম্বরে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে নাম বাদ দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নাম লিখিয়েছেন। তাতে ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। যেখানে বাংলাদেশের জার্সিতে তাকে দেখতে মুখিয়ে আছে দেশের ফুটবল ভক্তরা।