অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিসে ভারতের কাছে বাংলাদেশের হার
এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় চলছে অনূর্ধ্ব-১৪ এশিয়ান টেনিস প্রতিযোগিতা। টুর্নামেন্টটি গত ১৩ মে শুরু হওয়ার পর যা চলবে আগামী ১৭ মে পর্যন্ত। ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ২০২৪’ এর চতুর্থ দিনে ছিল বালিকা একক ও বালক দ্বৈতের ফাইনাল।
যেই ফাইনালে ভারতের নভি রেড্ডি ভুন্দিয়ালার বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশের তরুণী সুমাইয়া আক্তার। তবে সেই ম্যাচে জিততে পারেননি সুমাইয়া। রেড্ডির বিপক্ষে হেরে গেছেন ৭-৬ ও ৬-২ গেমে। অন্যদিকে বালক দ্বৈতের ফাইনালে বাংলাদেশের মুশফিকুর রহমান আপন ও কাব্য গায়েন জুটি ৬-৪, ৩-৬, ১০-৪ গেমে বাংলাদেশের মো. আকাশ হোসেন ও রাজিব হোসেন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
একই দিন বালক এককের সেমিফাইনাল হেয়েছে। যেখানে কাব্য গায়েনকে ৭-৭, ৭-৫ গেমে আমাখ হোসেনকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। অন্যদিকে হংকংয়ের হিম ওয়াং ৭-৫, ৬-৩ গেমে ভারতের নামান বোরাহ কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
আগামীকাল বেলা ২টা ৩০ মিনিটে বালক এককের ফাইনাল খেলা। বিকাল ৪ টায় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর।