ঘূর্ণিঝড় শেষে প্রস্তুত ভেন্যু, মাঠের নামার অপেক্ষায় শান্তরা

ঘূর্ণিঝড় শেষে প্রস্তুত ভেন্যু, মাঠের নামার অপেক্ষায় শান্তরা

দিন দুয়েক আগের ঘটনা। ৭৫ মাইল গতিবেগের ঘূর্ণিঝড়ে শহরের বেশ কয়েকটি স্থাপনাসহ লণ্ডভণ্ড হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সও। তাতেই শঙ্কা জেগেছিল বিশ্বকাপের আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজদের। কারণ, হিউস্টনের এই মাঠেই গড়ানোর কথা সিরিজের সব ম্যাচগুলো। অবশ্য সেই শঙ্কা কেটেছে দ্রুতই। অস্থায়ী স্টেডিয়াম হওয়ায় দ্রুতই সংস্কার কাজ শেষ করেছে স্বাগতিকরা। এরপর গতকাল সেখানে অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

স্টেডিয়ামটি অস্থায়ীভাবে বানানো হয়েছে, তাই ড্রেসিংরুম, তাবু, ডাগআউট এবং অফিসিয়ালদের বসার রুমসহ সবই হয়েছিলো এলোমেলো। শঙ্কা জেগেছিলো সিরিজ মাঠে গড়ানো নিয়েই। তবে অস্থায়ী মাঠ হওয়ার সুবাদে দ্রুতই আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে মাঠের অবকাঠামো। 

অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে ২১ মে সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় মুখোমুখি হবে দুইদল। টেক্সাসে অবশ্য তখন সেটা সকাল ১০ টা। এমন আবহাওয়া থাকলে আবারও মাঠ লণ্ডভণ্ড হওয়া কিংবা ম্যাচ ভেস্তে যাওয়ার কোনো কারণ নেই।

এই সিরিজের তিন ম্যাচের পর, বিশ্বকাপের আগে বাংলাদেশ দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। যার মধ্যে একটা ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের ভেন্যুও প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লক্সে। বিশ্বকাপে বাংলাদেশ যে চার ম্যাচ খেলবে গ্রুপ পর্বে, তার দুইটি আমেরিকায়৷ একটা এই মাঠেই। সেটাই টাইগারদের এই মিশনে প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ০৮ জুন৷

সম্পর্কিত খবর