রিশাদের প্রশংসায় মালান, দিলেন পরামর্শ
টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। অল্প সময়ের মধ্যে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এক বছরের বেশি সময় ধরে সাদা বলে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ তিনি। এবার তার প্রশংসায় পঞ্চমুখ সাবেক ইংল্যান্ড ব্যাটার ডাভিড মালান। মালান মনে করেন সাদা বলে রিশাদের বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে।
এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে একসঙ্গে খেলছেন রিশাদ-মালান। অনুশীলন কিংবা মাঠের খেলায় তাই রিশাদকে খুব কাছ থেকে দেখেছেন মালান। আর তাতেই রিশাদের সক্ষমতা সম্পর্কে আন্দাজ করতে পেরেছেন মালান। মালান বলেন, ‘রিশাদ দুর্দান্ত বল করে। বাংলাদেশে যে এখন একজন লেগ স্পিনার রয়েছে এটা দারুণ ব্যাপার। বিশ্বের সকল ভালো দলেই একজন লেগ স্পিনার রয়েছে। তাদের মোকাবেলা করা আসলেই কঠিন।’
মালান যোগ করে বলেন, ‘ওর (রিশাদ) আরও ম্যাচ খেলা উচিত। সে যত বেশি টুর্নামেন্ট খেলবে ,তত বেশি উন্নতি করবে। সম্ভাব্য সব লিগে তার খেলা উচিত। কারণ এটিই উন্নতি করার সেরা উপায়। তার অনেক স্কিল রয়েছে। এমনকি সে ব্যাটও করতে পারে।’
বরিশালের হয়ে এই আসরে মাত্র একটি ম্যাচ খেলেছেন মালান। সুযোগ পেয়েই ৪১ বলে খেলেছেন অপরাজিত ৪৯ রানের ইনিংস। শুরুতে দলে সুযোগ না পাওয়া নিয়ে কিছুটা হতাশাও প্রকাশ করেছেন টি-টোয়েন্টিতে সাবেক বিশ্বসেরা এই ব্যাটার। এ সময় বাংলাদেশ ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি ৩৭ বছর বয়সী এ ব্যাটার। ডিপিএল এবং বিপিএল তাকে আজকের এই জায়গায় পৌঁছাতে অনেক সাহায্য করেছে বলে জানান মালান।