বাংলাদেশ ম্যাচের আগে ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কা

বাংলাদেশ ম্যাচের আগে ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কা

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি শ্রীলঙ্কা। তাদের পরের ম্যাচটা বাংলাদেশের সঙ্গে, যা নাজমুল হোসেন শান্তর দলের আবার প্রথম ম্যাচ। ওই ম্যাচের আগে শ্রীলঙ্কা দল নিজেদের ক্ষোভ উগরে দিয়েছে। সূচি নিয়ে ক্ষোভে ফুঁসছে দলটা। 

শ্রীলঙ্কা দল নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে নিউ ইয়র্কে। এরপর আগামী শনিবার ভোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা তারা খেলবে ডালাসে। সেই ম্যাচটাকে সামনে রেখে কাল ম্যাচ শেষ করেই দেড় ঘণ্টার পথ ডিঙিয়ে ব্রুকলিনে নিজেদের হোটেলে ফিরেছে লঙ্কানরা, তারপর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ডালাসের ফ্লাইটে চড়ে বসেছে তারা। 

তার আগে শিডিউল বিপর্যয়ের জন্য মায়ামি এয়ারপোর্টে সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাদের। তারপরই তারা দক্ষিণ আফ্রিকা ম্যাচটা খেলতে নিউ ইয়র্কে পা রাখতে পেরেছে ওয়ানিন্দু হাসরাঙ্গার দল।

এমন ঝক্কিটা পুরো বিশ্বকাপের গ্রুপপর্ব জুড়েই পোহাতে হবে লঙ্কানদের। চারটা ম্যাচ চারটা আলাদা শহরে খেলতে হবে তাদের। পুরো বিষয়টা নিয়ে শ্রীলঙ্কা লিখিত অভিযোগ জানিয়েছে আইসিসিকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লঙ্কান ম্যানেজার মাহিন্দা হালাঙ্গদা।

তার আগে মহেশ থিকসানা ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘আমাদের জন্য বিষয়টা অন্যায্য। কারণ চারটা আলাদা ভেন্যুতে খেলার কারণে আমাদের প্রতি দিন ম্যাচ শেষে দৌড়োতে হয়।’

‘এটা অন্যায্য। ফ্লোরিডা থেকে আমরা ফ্লাইট ধরলাম। মিয়ামি থেকে এখানে আসতে আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য। আজকের কথাই ধরুন, আমাদের বেরিয়ে যাওয়ার কথা রাত আটটায়। কিন্তু সকাল ৫টায় আমাদের আবার ফ্লাইট ধরতে হবে। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে।’

সম্পর্কিত খবর