বিপিএল নিয়ে হতাশ সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন থামছেই না। শুরুতে টিকেট নিয়ে বিশৃঙ্খলা আর টুর্নামেন্টের মাঝ পথে পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন বয়কটের ডাকের পর এবার এই ইস্যুতে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা ক্যাপিটালসের কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালকের মতামত এবারের বিপিএল ব্যর্থ!
বিপিএলের চট্টগ্রাম পর্বে অনুশীলনের একফাঁকে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এ তারকা খেলোয়াড়। সেখানে উঠে আসে টিকেট নিয়ে বিতর্কের কথা। গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ জানিয়ে সুজন বলেন, ‘যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না এবং আমরা গোছানো বিপিএল আয়োজনে ব্যর্থ। টিকিট নিয়ে সংকট, মানুষের চিৎকার; বাংলাদেশের মানুষ কয়জন অনলাইন থেকে টিকিট কিনতে পারে? এখনো আমরা ওই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারি নি। সাধারণ মানুষের কথা ভাবতে হবে।’
খেলোয়াড়দের পারিশ্রমিক বিলম্বের ব্যাপারে তিনি বলেন, ‘বিপিএলে ছয় ম্যাচ হওয়ার পর একটা দল বলছে তারা (খেলোয়াড়) আর খেলবে না। কারণ তারা প্রাপ্য টাকা পায়নি। এটা তো আমাদের জন্য আসলেই লজ্জাজনক।’
বিসিবির প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘ব্যাংক গ্যারান্টি কোথায়? বিসিবি কেন ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে টাকা দিয়ে দিচ্ছে না? আমার কথা হচ্ছে বিসিবির বিপিএল গভর্নমেন্ট বডির কাজটা কী তাহলে? একটা টিম করতে মিনিমাম ৮ কোটি টাকা লাগবে। আমার কাছে ৮ কোটি টাকা না থাকলে আমি বিপিএলের টিম কিনব কেন? আমি তো মানুষের আশায় কিনিনি যে, মানুষ আমাকে স্পন্সর দেবে। আপনি তো স্পন্সর পেতেও পারেন, না-ও পেতে পারেন।’
বিপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নিজের দলে নিয়েও বেশ হতাশ দেশের একসময়ের তারকা এ কোচ। চলতি আসরে নিজেদের ৮টি ম্যাচের ৭টিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস।